চক্ষু চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ পুলিশ নারীকল্যাণ সমিতি (পুনাক) এবং স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস)। গতকাল শনিবার রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ মেডিক্যাল ক্যাম্পে পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও লেন্সসহ ছানি অপারেশন সংক্রান্ত সেবা প্রদান করা হয়। ফ্রি মেডিক্যাল ক্যাম্পে ১০ জন চিকিৎসক ২৫০ জনেরও অধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা প্রদান করেন। দৃষ্টি উন্নয়ন সংস্থার (ডাস) চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুনাক সভানেত্রী তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ডাসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক লায়ন ডা. মো. শাহীন রেজা চৌধুরী। অনুষ্ঠানে পুনাক সাধারণ সম্পাদিকা নাসিম আমিন বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে পুনাক সভানেত্রী বলেন, পুনাক নিজস্ব কার্যক্রমের বাইরে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। ভবিষ্যতে এ ধরনের আরও কল্যাণমুখী উদ্যোগ গ্রহণ করা হবে।