প্রখ্যাত বংশীবাদক ও কণ্ঠশিল্পী বারী সিদ্দিকীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় স্মরণসভা অনুষ্ঠিত হয়। গত শুক্রবার রাতে শহরের তেরীবাজার এলাকায় ঐতিহ্যবাহী সংগঠন প্রত্যাশা সাংস্কৃতিক একাডেমি এ সভার আয়োজন করে। সংগঠনের সভাপতি দেবাশীষ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসীত কুমার সরকার সজল। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু, সাংস্কৃতিক সংগঠক রফিকুল ইসলাম আপেল, অধ্যাপক হারাধন সাহা প্রমুখ। পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।