পাকিস্তানের কোয়েটায় বালেলি এলাকায় পুলিশ ট্রাককে লক্ষ্য করে আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন পুলিশ সদস্য ও এক নারী ও শিশু নিহত হয়েছে। এছাড়া হামলায় আহত হয়েছেন অন্তত ২৪ জন। এদের মধ্যে ২০ জনই পুলিশ সদস্য। কোয়েটার ডিআইজি আজ বুধবার এই তথ্য জানান। খবর জিও নিউজের।
রিপোর্ট, ঘটনার পরপরেই ঘটনাস্থলে পুলিশ ও উদ্ধারকর্মীরা দ্রুত ছুটে যান। এ ছাড়া বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াডের সহায়তাও চাওয়া হয়। দেশটির আইন প্রয়োগকারী সংস্থা জানিয়েছে, পুলিশের ট্রাককে লক্ষ্য করে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে। আহত পুলিশ এবং বেসামরিক লোকদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কোয়েটার ডেপুটি ইন্সপেক্টর জেনারেল গোলাম আজফার মহেসার এক সংবাদ মাধ্যমে বলেছেন, বিস্ফোরণটি আত্মঘাতী হামলা ছিল। ঘটনাস্থলের কাছে আত্মঘাতী বোমা হামলাকারীর দেহাবশেষ খুঁজে পাওয়া গেছে বলে জানান তিনি। গোলাম আজফার মহেসার বলেন, বিস্ফোরণে পুলিশের ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়।
এ ছাড়া বিস্ফোরণে পুলিশের ট্রাকসহ তিনটি গাড়ি এবং কাছাকাছি থাকা আরও দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।