লিভ-ইন পার্টনার শ্রদ্ধাকে হত্যার পর ৩৫ টুকরো করেন প্রেমিক আফতাব পুনাওয়ালা। এই লোহমর্ষক হত্যাকাণ্ডের ঘটনায় ভারতজুড়ে তোলপাড় চলছে। এরই মধ্যে নতুন তথ্য দিলো ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, শ্রদ্ধাকে ৩৫ টুকরো করার ঘটনা জেনে আফতাবের নতুন গার্লফ্রেন্ড স্তম্ভিত হয়েছেন। তিনি বলেছেন, আফতাবের ফ্লাটে তিনি দুই বার যান। কিন্তু সেখানে শ্রদ্ধার যে দেহাংশ রাখা ছিল সেই সম্পর্কে তিনি কিছু জানতেন না।
এ ছাড়া আফতাবের নতুন এই গার্লফ্রেন্ড বলেন, গত ১২ অক্টোবর আফতাব তাকে একটি রিং উপহার দিয়েছেন। সূত্র জানিয়েছে, এই রিং শ্রদ্ধার। আফতাবের নতুন প্রেমিকার কাছ থেকে এই রিং উদ্ধার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। একইসঙ্গে আফতাবের এই নতুন প্রেমিকার জবানবন্দি নেওয়া হয়েছে।
রিপোর্ট, আফতাবের নতুন প্রেমিকা পেশায় একজন মনোরোগ বিশেষজ্ঞ। তিনি পুলিশকে দেওয়া বিবৃতিতে বলেছেন, গত অক্টোবরে তিনি দুইবার আফতাবের ফ্লাটে যান। তবে তিনি শ্রদ্ধাকে হত্যার আভাস বা শ্রদ্ধার টুকরো ফ্লাটের মধ্যে রাখা ছিল সেই সম্পর্কে কিছু জানতেন না। আফতাবকে কখনো ভীত মনে হয়নি বলে জানান আফতাবের এই নতুন প্রেমিকা।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বিভিন্ন ডেটিং সাইটে ১৫ থেকে ২০ মেয়ের সঙ্গে আফতাবের যোগাযোগ ছিল।