চীনের সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিন মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৬ বছর। আজ বুধবার চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এক ঘোষণায় এই তথ্য জানিয়েছে।
সিএনএন ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চীনকে বিশ্বের শক্তিধর রাষ্ট্রে পরিণত করার পথ তৈরির পথপ্রদর্শক ছিলেন জিয়াং জেমিন। ক্ষমতাসীন চীনা কমিউনিস্ট পার্টির সাবেক প্রধান জিয়াং বুধবার সাংহাই শহরে লিউকেমিয়া এবং এই সংশ্লিষ্ট একাধিক অঙ্গ অকার্যকর হওয়ায় মারা গেছেন।
তিনি স্ত্রী, দুই সন্তান এবং দুই নাতি রেখে গেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। জিয়াং জেমিনের মৃত্যুতে গভীর শোকবার্তা জানিয়েছে চীনা কমিউনিস্ট পার্টি।
পার্টির পক্ষ থেকে প্রকাশ করা এক চিঠিতে বলা হয়েছে, কমরেড জিয়াং জেমিনের মৃত্যু আমাদের পার্টি, সেনাবাহিনী এবং সমস্ত জাতিগোষ্ঠীর জনগণের জন্য একটি অপূরণীয় ক্ষতি।
দেশটির রাষ্ট্রীয় মিডিয়ার খবরে আরও বলা হয়েছে, জিয়াং জেমিনের মৃত্যুতে চীনা কমিউনিস্ট পার্টি এবং সরকারি ভবনে এবং বিশ্বব্যাপী পতাকা অর্ধনমিত রাখা হবে।