বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ওঠার বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নেমেছে অস্ট্রেলিয়ার ও ডেনর্মাক। আগের ম্যাচে ফ্রান্সের কাছে হেরে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া ডেনমার্কের। দ্বিতীয় রাউন্ডে উঠতে হলে এই ম্যাচ জিততেই হবে তাদের। এমন সমীকরণ সামনে নিয়ে খেলতে নেমে প্রথমার্ধে কোন দলই গোল করতে পারেনি।
অস্ট্রেলিয়া একাদশ: (ফরমেশন ৪-১-৪-১)
ম্যাট রায়ান, ডেগনেক, কেই রোলেস, হ্যারি সুটার, আজিজ বেহিচ, রিলে ম্যাকগ্রি, অ্যারন মুই, জ্যাকসন ইরভিন, ক্রেইগ গুডইউন, ম্যাথু লেকি, মিচেল ডিউক।
কোচ: গ্রাহাম জেমস আর্নলড
ডেনমার্ক একাদশ: (ফরমেশন: ৩-৪-২-১)
ক্যাস্পার স্মেইকেল, আন্দ্রেস ক্রিস্টেনসেন, ইয়েনসেন, জোয়াকিম এন্ডারসন, ক্রিস্টেনসেন, ক্রিশ্চিয়ান এরিকসেন, পিয়েরে-এমিলি হজবজার্গ, জোয়াকিম মাইহলে, ওলসেন, লিন্ডস্ট্রোম, ব্রাথওয়েট
কোচ: ক্যাসপার জুলমান্ড।