advertisement
advertisement
advertisement

যুক্তরাষ্ট্রের উদ্বেগজনক রাষ্ট্রের তালিকায় চীন-ইরান

আন্তর্জাতিক ডেস্ক
৪ ডিসেম্বর ২০২২ ১২:০০ এএম | আপডেট: ৪ ডিসেম্বর ২০২২ ১২:৩৩ এএম
advertisement

যুক্তরাষ্ট্রে উদ্বেগজনক রাষ্ট্রের তালিকায় চীন ও ইরানের নাম রয়েছে। নিজ দেশে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগে এ দেশ দুটির নাম যোগ করা হয়েছে। গত শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। খবর রয়টার্স

চীন ও ইরানের আগে বিভিন্ন সময়ে এ তালিকায় অন্তর্ভুক্ত হওয়া দেশগুলো হলো আলজেরিয়া, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, কোমোরোস, ভিয়েতনাম, উত্তর কোরিয়া, মিয়ানমার, পাকিস্তান, সৌদি আরব, তাজিকিস্তান, কিউবা, ইরিত্রিয়া ও তুর্কমেনিস্তান।

advertisement

এ ছাড়া রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের সঙ্গে ঘনিষ্ঠ বেসরকারি আধা সামরিক বাহিনী ওয়াগনার গ্রুপকেও ‘উদ্বেগজনক’ হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। সিরিয়া, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকসহ আফ্রিকার কয়েকটি দেশ এবং ইউক্রেনে এ বাহিনী কাজ করছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বিশ্বে বিভিন্ন দেশে সরকার এবং সরকারঘনিষ্ঠ বিভিন্ন গোষ্ঠী কেবল ধর্ম বিশ্বাসের অজুহাতে সাধারণ জনগণকে হয়রানি করছে, হুমকি দিচ্ছে, কারাগারে বন্দি রাখছে এমনকি হত্যাও করছে। এ ধরনের নিপীড়নের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র চুপ থাকতে পারে না।’

advertisement