advertisement
advertisement
advertisement

টু ক রো খ ব র

৪ ডিসেম্বর ২০২২ ১২:০০ এএম
আপডেট: ৪ ডিসেম্বর ২০২২ ১২:৩৩ এএম
advertisement

ড্রয়ের পথে রাওয়ালপিন্ডি টেস্ট

নিষ্প্রাণ ড্রয়ের দিকে এগোচ্ছে রাওয়ালপিন্ডি টেস্ট। পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার প্রথম টেস্টে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে সংগ্রহ করে সব উইকেট হারিয়ে ৬৫৭ রান। জবাব দিতে নেমে তৃতীয় দিনশেষে পাকিস্তানের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ৪৯৯ রান। তারা এখনো ১৫৮ রানে পিছিয়ে আছে। পাকিস্তানের হয়ে সেঞ্চুরির দেখা পেয়েছেন আবদুল্লাহ শফিক ১১৪, ইমাম উল হক ১২১ ও অধিনায়ক বাবর আজম ১৩৬ রান। ইংল্যান্ডের উইল জ্যাক ৩টি ও জ্যাক লিচ দুটি উইকেট লাভ করেন। এর আগে ইংলিশদের হয়ে সেঞ্চুরি করেন জ্যাক ক্রলি ১২২, বেন ডাকেট ১০৭, ওলি পোপ ১০৮ ও হ্যারি ব্রুকস ১৫৩ রান। পাকিস্তানের জাহিদ মাহমুদ ৪টি ও নাসিম শাহ ৩টি উইকেট লাভ করেন।

advertisement

বসুন্ধরা কিংসের জয়

নারী ফুটবল লিগে একের পর এক ম্যাচ জিতেই চলেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। গতকাল কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা ৫-০ গোলে হারায় বরিশাল ফুটবল একাডেমিকে। জয়ী দলের কৃষ্ণা রানী সরকার দুটি এবং রিতুপর্ণা চাকমা, সুমাইয়া ও শামসুন্নাহার জুনিয়র একটি করে গোল করেন। একই মাঠে দিনের অন্য ম্যাচে আতাউর রহমান ভূঁইয়া মানিক কলেজ স্পোর্টিং ক্লাব ৮-১ গোলে উড়িয়ে দেয় সদ্যপুষ্করনী জেএসসিকে। জয়ী দলের রিপা ও আকলিমা দুটি করে এবং উন্নতি খাতুন, স্বপ্না রানী ও হালিমা একটি করে গোল করেন। বাকি গোলটি আসে সদ্যপুষ্করনী দলের রুপার আত্মঘাতী গোলের মাধ্যমে। হেরে যাওয়া দলটির হয়ে এক গোল শোধ দেন নাসরিন।

advertisement

বাংলাদেশ চ্যাম্পিয়ন

দুই বাংলার মৈত্রীর বন্ধন মাস্টার্স অ্যাথলেটিকসে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক বাংলাদেশ। এর মধ্যে সেরা বাংলাদেশ কাস্টমস। তারা জিতেছে ৬৯টি স্বর্ণ, ৪১ রুপা ও ৩৪টি ব্রোঞ্জ। রানার্সআপ আনসার জিতেছে ২৬টি স্বর্ণ, ৩২ রুপা ও ৩১ ব্রোঞ্জ। কলকাতা থেকে আসা অ্যাথলেটরা জিতেছেন ২৮টি করে স্বর্ণ ও রুপা এবং ২৪টি ব্রোঞ্জপদক। শনিবার পল্টনের আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত দুদিনব্যাপী প্রতিযোগিতায় নয়টি বয়সের ক্যাটাগরিতে প্রায় ১৪০টি ইভেন্টে অনুষ্ঠিত হয় দুই বাংলার এই মাস্টার্স অ্যাথলেটিকস।