advertisement
advertisement
advertisement

রোনালদোর সঙ্গে অশোভন আচরণ

ক্রীড়া ডেস্ক
৪ ডিসেম্বর ২০২২ ১২:০০ এএম | আপডেট: ৪ ডিসেম্বর ২০২২ ১২:৩৩ এএম
advertisement

শুক্রবার দক্ষিণ কোরিয়ার কাছে গ্রুপপর্বের শেষ ম্যাচে ২-১ গোলে পরাজিত হয়েছে পর্তুগাল। যদিও এই পরাজয়ের পরও গ্রুপ-এইচের শীর্ষ দল হিসেবেই পরের রাউন্ডে গেছেন পর্তুগিজরা। দক্ষিণ কোরিয়াও দ্বিতীয় দল হিসেবে নকআউটের টিকিট পেয়েছে। এই ম্যাচে দ্বিতীয়ার্ধে রোনালদো যখন বদলি বেঞ্চে চলে যান, তখন তাকে দক্ষিণ কোরিয়ান খেলোয়াড়রা অপমান করেছেন বলে জানিয়েছেন পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস।

৬৫ মিনিটে যখন বদলি হিসেবে রোনালদোর ডাক আসে, তখন ৩৭ বছর বয়সী পর্তুগিজ অধিনায়ক ধীরে ধীরে হেঁটে মাঠ ত্যাগ করেন। সান্তোস অবশ্য মানতে নারাজ বদলি হিসেবে ডাক পাওয়ায় রোনালদো ক্ষুব্ধ হয়েছেন; বরং তার দাবিÑ কোরিয়ান খেলোয়াড় চো গে সুংয়ের সঙ্গে কথা কাটাকাটির কারণেই তিনি রাগান্বিত হয়েছেন। এ সময় সান্তোস বলেন, ‘সে কোরিয়ার খেলোয়াড়দের ওপর রাগ করেছিলেন, যা সবাই দেখেছে। একজন খেলোয়াড় তাকে অপমান করেছে, তাকে বলা হয়েছিল তাড়াতাড়ি মাঠ ত্যাগ করো। সে কারণেই সে রেগে গিয়েছিল। আমি কোরিয়ান খেলোয়াড়ের সঙ্গে তাকে কথা বলতে দেখেছি এবং এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। এ সময় কোরিয়ান খেলোয়াড়টির শারীরিক ভাষা আগ্রাসী না থাকলেও তার মুখের ভাষা আগ্রাসী ছিল। এ সময় তিনি ইংরেজি ভাষায় রোনালদোর সঙ্গে কথা বলেছেন।’

advertisement

দক্ষিণ কোরিয়ান মিডফিল্ডার হুয়াং ইন বেয়ম অবশ্য এ ধরনের বিতর্ককে অনেকটা এড়িয়ে গিয়ে বলেছেন, ‘আমি এ ধরনের কিছু দেখিনি।

advertisement