advertisement
advertisement
advertisement

আহত ফারিণ

বিনোদন সময় প্রতিবেদক
৪ ডিসেম্বর ২০২২ ১২:০০ এএম | আপডেট: ৪ ডিসেম্বর ২০২২ ১২:৩৩ এএম
advertisement

গত ১ ডিসেম্বর মধ্যরাতে ‘আনটিল আই ফাউন্ড ইউ’ শিরোনামের গানটি কাভার করে সোশ্যাল হ্যান্ডেলে প্রশংসায় ভাসছিলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। পরের রাতেই যে তিনি গুরুতর আহত হয়ে বিছানায় পড়বেনÑ সেটি কেউ ভাবেনি। না, গানের রেশ ধরে অভিনেত্রী তেমন কাউকে খুঁজতে গিয়ে আহত হননি। ২ ডিসেম্বর রাতে বাবাকে নিয়ে রাজধানীর যমুনা ফিউচার পার্ক শপিং মলের চলন্ত সিঁড়িতে উঠে অনাকাক্সিক্ষত ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তিনি জানান, ফারিণ তার বাবাকে সঙ্গে করে বিপণিবিতানের নিচতলা থেকে দোতলায় উঠতে গিয়ে চলতি সিঁড়িতে দুর্ঘটনাটি ঘটে। এতে তার দুই পা জখম হয়েছে। দুর্ঘটনার পর ফারিণকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই বাসায় নেওয়া হয়েছে তাকে। তবে থাকতে হবে বিশ্রামে।

এদিকে পুরো ঘটনায় ক্ষুব্ধ ফারিণ। জোরকণ্ঠে তিনি বলেন, ‘আমার কাছে মনে হয়েছে, এটি শপিংমল কর্তৃপক্ষের চরম অব্যবস্থাপনা। এত বড় একটি শপিং মলে ক্রেতাদের জীবনের নিরাপত্তা নেই। এর বিচার হওয়া দরকার।’ তাসনিয়া ফারিণকে বলা হয় সময়ের সবচেয়ে উল্লেখযোগ্য টিভি-ওটিটি অভিনেত্রী। ২২ ডিসেম্বর মুক্তি পাবে তার আলোচিত ওয়েব সিরিজ ‘কারাগার’-এর দ্বিতীয় কিস্তি।

advertisement