advertisement
advertisement
advertisement

ভুয়া এসআই আটক

রাজবাড়ী

রাজবাড়ী প্রতিনিধি
৪ ডিসেম্বর ২০২২ ১২:০০ এএম | আপডেট: ৪ ডিসেম্বর ২০২২ ১২:৪৪ এএম
advertisement

ফারহান মণ্ডল নামে এক ভুয়া এসআইকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। তিনি রংপুর জেলার পীরগাছা এলাকার কাশেম মণ্ডলের ছেলে। গতকাল দুপুরে রাজবাড়ী পৌরসভার ১ নম্বর বেড়াডাঙ্গা তালতলা এলাকায় তার শ্বশুরের ভাড়া বাসা থেকে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করা হয়। রাজবাড়ী থানার এসআই মাহাবুবুর রহমান জানান, ফারহান এসআই পরিচয় দিয়ে ১০ মাস আগে পাচুরিয়া ইউনিয়নের জাফর মিয়ার মেয়েকে বিয়ে করে। দুই মাস ঘর সংসার করার পর নিজের শালাকে বিআরটিএতে চাকরি দেওয়ার কথা বলে বিপুল টাকা নিয়ে পালিয়ে যায় এবং একটি ভুয়া নিয়োগপত্র প্রদান করে। এর পর আর শ্বশুরবাড়িতে যায়নি। তার স্ত্রী টেলিফোনে যোগাযোগ করে তাকে গতরাতে রাজবাড়ী আসতে বলে। ভুয়া পুলিশ পরিচয় দিয়ে তাকে বিয়ে করেছে বলে স্থানীয়দের মাধ্যমে আটক করে পুলিশে খবর দেন স্ত্রী। বিষয়টি জানতে পেরে পুলিশ ভুয়া এসআই ফারহানকে আটক করে রাজবাড়ী থানায় নিয়ে এসেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা চলমান আছে।

advertisement