রংপুরের গঙ্গাচড়ায় ধর্ষণের পর স্কুলছাত্রীকে (১৪) গর্ভপাতের অভিযোগে গৃহশিক্ষক রাকিবুল ইসলাম রাকিবের (২৩) বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় গতকাল বুধবার ওই স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার খলেয়া ইউনিয়নের দক্ষিখ খলেয়া ধনতোলা সাতঘড়িয়াপাড়া গ্রামের রাকিবের কাছে প্রতিবেশী ওই ছাত্রী দীর্ঘদিন ধরে প্রাইভেট পড়তো। প্রাইভেট পড়ার সময় রাকিব ওই ছাত্রীকে বিয়ের কথা বলে একাধিকবার ধর্ষণ করেন। এরই এক পর্যায়ে ওই ছাত্রী অন্তঃস্বত্ত্বা হয়ে পড়ে। রাকিব বিয়ের কথা বলে কৌশলে গত ২০ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেখে তার গর্ভপাত করান। এদিকে মেয়েকে না পেয়ে পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনদের বাসায় খোঁজাখুঁজি শুরু করে। পরে ওই ছাত্রী বাড়ি ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে গতকাল গঙ্গাচড়া থানায় মামলা দায়ের করেন।
এ ব্যাপারে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বলেন, ‘স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের অভিযান চলছে।’