advertisement
advertisement
advertisement

সাগরে ভাসছে ২০০ রোহিঙ্গা

আন্তর্জাতিক ডেস্ক
৯ ডিসেম্বর ২০২২ ১২:০০ এএম | আপডেট: ৯ ডিসেম্বর ২০২২ ১০:২৯ এএম
সংগৃহীত ছবি
advertisement

থাইল্যান্ডের উপকূলের কাছে আন্দামান সাগরে একটি নৌকায় প্রায় ২০০ রোহিঙ্গা ভাসছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। সংস্থাটি অবিলম্বে তাদের উদ্ধারে আশপাশের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।

ইউএনএইচসিআর বলেছে, ইঞ্জিন বিকল হয়ে যাওয়া নৌকাটিতে সাগরে চালানোর উপযোগী নয়। গত ১ ডিসেম্বর থেকে তারা সাগরে আছেন। নৌকাটিতে কয়েকদিন আগেই খাবার ও পানীয় জল ফুরিয়ে গেছে। তারা এখন চরম পানিশূন্যতায় ভুগছেন। নৌকায় থাকা নারী ও শিশুদের মধ্যে বেশ কয়েকজন মারা যাওয়ার আশঙ্কার কথা জানিয়ে ইউএনএইচসিআর বলেছে, নৌকাটি থেকে লোকজনকে উদ্ধার করে নিরাপদে নামানো না হলে আরও প্রাণহানির আশঙ্কা আছে।

advertisement

ইউএনআইচসিআর বলেছে, আন্তর্জাতিক সমুদ্র আইন ও রীতি অনুযায়ী সাগরে বিপদে পড়া লোকজনকে উদ্ধার করার দায়িত্ব সবার। দুর্গত মানুষের জাতীয়তা এ ক্ষেত্রে বিবেচনার বিষয় হতে পারে না।

ইউএনএইচসিআর ও এর অংশীদারদের পর্যবেক্ষণ বলছে, জীবনের ঝুঁকি নিয়ে আন্দামান সাগর পার হওয়ার চেষ্টা করা মানুষের সংখ্যা সম্প্রতি নাটকীয়ভাবে বেড়ে গেছে। মানুষের জীবন রক্ষায় আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে দেশগুলোর পারস্পরিক সহযোগিতা বাড়ানোর আহ্বান পুনর্ব্যক্ত করেছে ইউএনএইচসিআর।

advertisement