বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, দলের মহাসচিবের পর আমরা গ্রেপ্তার হলেও জনগণ কর্মসূচি সফল করবে। গতকাল শুক্রবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তিনি এ কথা বলেন। গয়েশ^র বলেন, সরকার তার পেশি শক্তি ও ক্ষমতা
প্রতিষ্ঠিত করতে আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গভীর রাতে গ্রেপ্তার করে নিয়ে গেছে। এর আগে দলীয় কার্যালয় থেকে আমাদের দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ সাড়ে ৪শ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এর একমাত্র উদ্দেশ্য আমাদের ঢাকা বিভাগীয় গণসমাবেশ বানচাল করা। এখন আমাদের সবাইকে নিলেও গোলাপবাগে গণসমাবেশ হবে। কারণ এটি জনগণের সমাবেশ। আমরা সিনিয়র নেতারা কেউ না থাকলেও জনগণের সমাবেশ জনগণ সফল করবে। বিএনপি সেখানে নেতৃত্ব দেবে।
তিনি আরও বলেন, আমাদের উদ্দেশ্য ঢাকা বিভাগীয় সমাবেশে সব জনগণকে সম্পৃক্ত করা। কিন্তু সরকার তা বন্ধ করার জন্য আমাদের দলীয় কার্যালয়ে ন্যক্কারজনক হামলা চালিয়েছে, অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। কোনো লাভ হবে না।