মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়েছে বিএনপি। গতকাল শুক্রবার চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে
দলের পক্ষে এই দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এ সময় তিনি গত বুধবার দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ওপর পুলিশি হামলা, গুলিবর্ষণ, গ্রেপ্তার, কার্যালয়ে অভিযানসহ মহাসচিব মির্জা ফখরুল ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেপ্তারের নিন্দা জানান।
ঢাকা বিভাগীয় গণসমাবেশ প্রসঙ্গে ড. মোশাররফ বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে নয়টি বিভাগে জনসভা করেছি। সরকারের সব বাধা উপেক্ষা করে এসব জনসভায় জনতার ঢল নেমেছে। ১০ ডিসেম্বরের সমাবেশকে ঘিরে সরকারের এত ষড়যন্ত্র, গ্রেপ্তার-মামলার পরও ঢাকার বিভাগীয় গণসমাবেশে জনতার ঢল নামবে বলে আমরা বিশ্বাস করি। আমি সব নেতাকর্মী সমর্থকদের আহবান জানাতে চাই, কাল শান্তিপূর্ণভাবে গোলাপবাগের মাঠে সমাবেশে উপস্থিত হবেন।
ঢাকাবাসীর প্রতি আমাদের আহ্বান, স্বৈরাচারী গায়ের জোরের সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য যে অপচেষ্টা করছে তার প্রতিবাদ জানাতে আপনারা সমাবেশে দলে দলে যোগ দিন।’
সংবাদ সম্মেলনে আরও ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, গয়েশ্বরচন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, আবদুল আউয়াল মিন্টু, এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান, আবুল খায়ের ভুঁঁইয়া, এসএম ফজলুল হক, কেন্দ্রীয় নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জহিরউদ্দিন স্বপন, কায়সার কামাল, নাজিমউদ্দিন আলম, নিলোফার চৌধুরী মনি, অধ্যক্ষ সোহরাবউদ্দিন, আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, মোশাররফ হোসেন প্রমুখ।