ইউক্রেনের রাজধানী কিয়েভে আকস্মিক সফরে গেছেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করতে দেশটিতে গেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। খবর আনাদোলু এজেন্সির।
ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়েছে, বরিস জনসন তারাস শেভচেঙ্কো ন্যাশনাল ইউনিভার্সিটি অফ কিয়েভের শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গেও দেখা করেছেন।
ভলোদিমির জেলেনস্কি বলেন, তার বিশ্বাস আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে তার দেশ ২০২৩ সালেই বিজয় অর্জন করবে।
ইউক্রেনীয় সেনা সরবরাহের বিষয়ে প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেন, সেনাদের নিরাপত্তাই প্রথম অগ্রাধিকার। ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেছেন, যত তাড়াতাড়ি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্যর্থ হবেন ততই ইউক্রেন ও বিশ্বের জন্য তা ভালো হবে।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৩৩৪ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনও লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।