দেশে এখনো নিম্নমুখী চলতি শীতের তাপমাত্রা। এই যেমন গত দুই দিনে সিলেট জেলার মধ্যে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে সিলেট জেলায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। এ বছরে বাংলাদেশে সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় ছিল ৬ ডিগ্রি সেলসিয়াস। তবে সিলেটে বুধবার থেকে তাপমাত্রার বেশ পরিবর্তন এসেছে। সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়ে হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এমন অবস্থায় সিলেট জেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নে প্রবাসী গ্রুপের উদ্যোগে ইউনিয়নের পাঁচ থেকে সাতটি গ্রামের আর্থিকভাবে অসচ্ছল মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়।
লন্ডনে বসবাসরত সমাজসেবক শিক্ষানুরাগী ব্যক্তিদের সমন্বয়ে প্রতিষ্ঠা করা হয়েছে চিলাউড়া প্রবাসী গ্রুপ। তাদের সমন্বিত প্রচেষ্টায় প্রায় এক হাজার গ্রামবাসীকে শীতবস্ত্র ও কম্বল দিয়ে সহায়তা করেছে এই গ্রুপ। সাম্প্রতিক ভয়াবহ বন্যাসহ যে কোনো দুর্যোগে চিলাউড়া প্রবাসী গ্রুপের মানবিক সহায়তা কার্যক্রম চলমান রয়েছে। ভবিষ্যতেও যে কোনো দুর্যোগে সিলেটবাসীর পাশে থাকবে বলে জানিয়েছেন গ্রুপটির উদ্যোক্তারা।