কলম্বিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ বিশ^কাপ ফুটবলে ব্রাজিলের কাছে হেরে গেছে আর্জেন্টিনা। মঙ্গলবার ভোরে কলম্বিয়ার পাসকুয়েল গুয়েরেরো স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ পর্বের ম্যাচে ব্রাজিল ৩-১ গোলে হারায় আর্জেন্টিনাকে। ব্রাজিল টানা দুই জয় দেখল। অপরদিকে আর্জেন্টিনা টানা দুটি ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার শঙ্কায় রয়েছে। এর আগে নিজেদের প্রথম ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে হেরেছিল আর্জেন্টিনা। অথচ ফল কিন্তু খেলার পুরো চিত্র বহন করছে না। ম্যাচ পরিসংখ্যানে দেখা যাচ্ছে বল নিয়ন্ত্রণে ছিল আর্জেন্টিনার ৬৪ ভাগ। ব্রাজিলের কেবল ৩৬ ভাগ। আর্জেন্টিনা বল পাস দিয়েছিল ৪১৯টি। তুলনায় ব্রাজিলের অনূর্ধ্ব-২০ দলের ফুটবলাররা পাস দিয়েছিল কেবল ২৪০টি।
গোল লক্ষ্যে আর্জেন্টিনা শটও নিয়েছিল বেশি। ১৪টি। সে তুলনায় ব্রাজিল শট নিয়েছে ৩টি কম, ১১টি। তবে ব্রাজিল টার্গেটে শট রাখতে পেরেছিল ৭টি। যার তিনটিই জড়িয়ে যায় জালে। অন্যদিকে আর্জেন্টিনা টার্গেটে শট রাখে ৬টি। যার একটি জড়ায় জালে।