নারী করপোরেট কাবাডি লিগে মঙ্গলবার বেঙ্গল ওয়ারিয়র্সকে ৩১-২০ পয়েন্টে হারিয়ে প্রথম দল হিসেবে কোয়ালিফায়ার পর্ব খেলা নিশ্চিত করেছে ঢাকা টুয়েলভ। এই জয়ের পর ৮ ম্যাচে ঢাকার পয়েন্ট ১৫। ২৮ জানুয়ারি কোয়ালিফায়ারে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ নরসিংদী লিজেন্ড; জাতীয় কাবাডি স্টেডিয়ামে তারা তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ২৬-২৫ পয়েন্টে হারিয়েছে টেকনো মিডিয়াকে। ৮ ম্যাচে নরসিংদীর পয়েন্ট ১৪। ঢাকার প্রতিপক্ষ হতে পারে ৮ ম্যাচে ১০ পয়েন্ট পাওয়া টেকনো মিডিয়াও; সেক্ষেত্রে শেষ দুই ম্যাচে তাদের জিততে
হবে ঢাকা টুয়েলভ ও মতলব থান্ডারের বিপক্ষে; এবং হারতে হবে নরসিংদীকে।