জোনায়েদ সাকি, প্রধান সমন্বয়কারী, গণসংহতি আন্দোলন
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, বর্তমান আওয়ামী ফ্যাসিবাদী সরকার গণআন্দোলন ও গণজোয়ারে ইতোমধ্যেই ভীত হয়ে পড়েছে। জনগণের ঐক্যবদ্ধ উত্থানই প্রবল স্বৈরাচারের পতন ঘটাতে পারে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হাতিরপুলে গণসংহতি আন্দোলনের দলীয় কার্যালয়ে ঢাকা জেলা কমিটির উদ্যোগে আয়োজিত ’৬৯-এর গণঅভ্যুত্থান এবং আমাদের সময়ের রাজনীতি’ শীর্ষক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।
জোনায়েদ সাকি বলেন, সরকার পুরোনো সব স্বৈরাচারের পথ অবলম্বন করে প্রতিনিয়ত বিভ্রান্তি ও বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। কিন্তু কোনো মিথ্যাচার কিংবা ষড়যন্ত্রই গণজোয়ার থামাতে পারবে না। বরং উনসত্তরের গণঅভ্যুত্থান আমাদের শিক্ষা দেয় জনগণের ঐক্যবদ্ধ উত্থানই প্রবল স্বৈরাচারের পতন ঘটাতে পারে।
ঢাকা জেলা কমিটির আহ্বায়ক বাচ্চু ভুইয়ার সভাপতিত্বে আলোচনায় বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দীন পাপ্পু প্রমুখ।