বুধবার মেয়েদের আইপিএলের জন্য পাঁচ দলের মালিক নিশ্চিত হয়ে গিয়েছে। টুর্নামেন্টে কোন কোন দল খেলবে সেটা নিশ্চিত করেছে বিসিসিআই। যদিও সেই তালিকায় নেই কলকাতা। আবেদন করেলেও দল পায়নি শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স।
সবচেয়ে বেশি দামে দল কিনেছে আদানি স্পোর্টসলাইন প্রাইভেট লিমিটেড। তাদের দল খেলবে আমদাবাদ শহর থেকে। ১ হাজার ২৮৯ কোটি টাকায় মেয়েদের আইপিএলে দল কিনল আদানি। দামের বিচারে দ্বিতীয় স্থানে ইন্ডিয়াউইন স্পোর্টস প্রাইভেট লিমিটেড। তারা ৯১২ কোটি ৯৯ লাখ টাকায় মুম্বাই দল কিনেছে।