জসুয়া কিমিচের শেষ মুহূর্তের দেওয়া গোলে পরাজয় থেকে রক্ষা পেয়েছে বায়ার্ন মিউনিখ। মঙ্গলবার বুন্দেসলিগার ম্যাচে নিজেদের ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্ন ১-১ গোলে ড্র করেছে কোলনের বিপক্ষে। কোলন তাদের আগের ম্যাচে ওয়াডার ব্রেমেনের বিপক্ষে ৭-১ গোলে বিশাল জয় পেয়েছিল। সেই জয়ের রেশ ধরে এই ম্যাচে বায়ার্নের ওপর চাপ প্রয়োগ করে খেলে কোলন। প্রথমর্ধের ৩ মিনিটেই গোল করে এগিয়ে যায় কোলন। ডিফেন্ডার জুলিয়ান চাবট কর্নার থেকে বল পেয়ে অনেকটা ফাঁকায় দাঁড়ানো এলিয়েস শাকিরির দিকে বাড়িয়ে দেন। তিউনিশিয়ান এই মিডফিল্ডার পোস্টের খুব কাছে থেকে বল জালে পাঠান। ২৯ মিনিটে কোলন ব্যবধান প্রায় দ্বিগুণ করেই ফেলেছিলেন; কিন্তু বায়ার্ন গোলরক্ষক ইয়ান সোমার শাকিরি ও ডেনিস হুসেইনবাসিচের পর পর দুই শট দুর্দান্তভাবে রুখে দিয়ে কোলনকে ব্যবধান বাড়াতে দেয়নি। এর পর বায়ার্নের একের পর এক আক্রমণ রুখে দিয়ে নিজেদের প্রতিরোধ করেছে কোলন। ২০০৯ সালের পর প্রথমবারের মতো বায়ার্নের মাটিতে জয় তুলে নেওয়ার পথেই ছিল কোলন; কিন্তু নির্ধারিত সময়ের শেষ মিনিটে কিমিচ তা হতে দেননি। ম্যাচের একেবারে শেষ মিনিটে গোল করে বায়ার্নকে হার থেকে রক্ষা করেন কিমিচ। এনিয়ে টানা দ্বিতীয় ম্যাচে ড্র করল বায়ার্ন। -ক্রীড়া ডেস্ক