advertisement
advertisement
advertisement

‘পাঠান’ দেখতে ছুটে গেলেন নিরব, টিকিট কিনলেন ব্ল্যাকে

বিনোদন প্রতিবেদক
২৬ জানুয়ারি ২০২৩ ১২:২৭ পিএম | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৩ ০১:৩৩ পিএম
‘পাঠান’ সিনেমার পোস্টারের সামনে নিরব। ছবি : ফেসবুক থেকে নেওয়া
advertisement

বলিউড বাদশা শাহরুখ খানের নতুন সিনেমা ‘পাঠান’র জ্বরে কাবু এখন ভারত। গতকাল বুধবার এটি মুক্তির আগেই ‘পাঠান’র টিকিট বিক্রি হয়েছে ৬ দশমিক ৪ লাখ। যা ভারতের ইতিহাসে নতুন রেকর্ড। ওপার বাংলার পাশাপাশি এবার বাংলাতেও আপাতত মূল টপিক ‘পাঠান’।

বলিউড বাদশার নতুন সিনেমাটি দেখার জন্য তিন বন্ধুকে নিয়ে ভারত ছুটে গেলেন চিত্রনায়ক নিরব। মুক্তির একদিন আগে তিনি পা রাখেন কলকাতায়। মুক্তির দিন মানে গতকাল ২৫ জানুয়ারি সারাদিন চিরুনি অভিযান চালিয়ে রাত সাড়ে ১১টার একটি শোয়ের টিকিট ম্যানেজ করেন নিরব। তাতেই মহা খুশি বাংলাদেশের এই নায়ক।

advertisement

ভারত থেকে উচ্ছ্বসিত কণ্ঠে নিরব বললেন, ‘এটা জীবনের অন্যতম একটা সেরা ছবি দেখার সৌভাগ্য হলো। প্রথমে ভেবেছি প্রথম দিনে বুঝি শোয়ের টিকিট আর পাবই না। অবশেষে ব্ল্যাকে ২৫’শ টাকা করে টিকিট পাই, তাও রাত সাড়ে ১১টার শো। তবে এই যে কষ্ট, টাকা, কালোবাজারি- সব মুছে গেল ছবিটি দেখার পর।’

এই অভিনেতা জানান, কলকাতার কোয়েস্ট মলে সিনেমাটি দেখেন তিনি। সেখানে ভোর সাড়ে ৬টা থেকে শুরু হয়ে শো চলছে মধ্যরাত পর্যন্ত। আর প্রথম দিন মাল্টিপ্লেক্সটিতে ৩৪টি শো প্রদর্শিত হয়।

advertisement

শুধু ঢাকাই সিনেমার নায়ক নিরবই নয়, মুক্তির পর চারদিক থেকে ‘পাঠান’র ইতিবাচক প্রতিক্রিয়া আসছে। এমনকি বলিউডের তারকারাও ফার্স্ট ডে-তে ফার্স্ট শো দেখার জন্য কাকডাকা ভোরেই ছুটে গেছেন সিনেমা হলগুলোতে।

‘পাঠান’ সিনেমাটি নির্মাণ করেছেন সিদ্ধার্থ আনন্দ। এতে শাহরুখের নায়িকা দীপিকা পাড়ুকোন। খলনায়ক হিসেবে আছেন জন আব্রাহাম। এ ছাড়াও আছেন- ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম রোড়ে, মনিশ ওয়াদওয়া এবং অতিথি চরিত্রে সালমান খান। ২৫০ কোটি রুপি বাজেটের এই সিনেমাটির প্রযোজক যশরাজ ফিল্মস।