advertisement
advertisement
advertisement

পদযাত্রাকে মরণযাত্রা বলায় কাদেরের সমালোচনা করলেন ফখরুল

নিজস্ব প্রতিবেদক
২৮ জানুয়ারি ২০২৩ ০৮:৩৪ পিএম | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৩ ১০:১৫ পিএম
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরোনো ছবি
advertisement

১০ দফা দাবিতে বিএনপির পদযাত্রা কর্মসূচিকে মরণযাত্রা বলে মন্তব্য করায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়ে তিনি বলেন, ‘অদ্ভুত! এ ধরনের কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। এগুলো জনগণের সঙ্গে তামাশা ছাড়া আর কিছুই নয়।’

আজ শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মির্জা ফখরুল। ‘জাতীয়তাবাদী সমমনা জোট’ এ সভার আয়োজন করে।

advertisement

ওবায়দুল কাদেরের উদ্দেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমাদের অধিকার আপনারা কেড়ে নিয়েছেন। দুইবার ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছেন। জনগণের বেঁচে থাকার ন্যূনতম অধিকারটুকুও কেড়ে নিয়েছেন। মানুষের পকেট কেটে আপনারা বড়লোক হচ্ছেন, আর সেই টাকা বিদেশে পাচার করছেন।’

মির্জা ফখরুল বলেন, ‘মূল কথা হচ্ছে- অনেক হয়েছে, এবার বিদায় হও। জনগণের রক্ত শোষণ করে খেয়েছেন, এবার বিদায় হও। পদত্যাগ করুন, পদত্যাগ করে সংসদকে বিলুপ্ত করুন। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন। তত্ত্বাবধায়ক সরকার নতুন কমিশন গঠন করবে। তাদের অধীনে জাতীয় নির্বাচন হবে। সেই নির্বাচনে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করবে।’

advertisement

এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে ও মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান, বিকল্পধারার চেয়ারম্যান নুরুল আমিন, সাম্যবাদী দলের চেয়ারম্যান নুরুল ইসলাম, গণদলের চেয়ারম্যান এ টি এম গোলাম মাওলা চৌধুরী, মাইনরিটি পার্টির সুকৃতি মণ্ডল, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান আজহারুল ইসলাম, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান শাওন সাদেকী প্রমুখ।