advertisement
advertisement
advertisement

শামীম ও ভাবনার ভালোবাসার গল্প

বিনোদন প্রতিবেদক
২ ফেব্রুয়ারি ২০২৩ ০১:২৭ পিএম | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২৩ ০১:২৭ পিএম
‘ঘরোয়া সার্কাস’ নাটকের একটি দৃশ্য
advertisement

একদিন যায় দু’দিন যায়, বিয়ের কোনো খবর হয় না। মোবারক ঘুরপাক খায়। মেয়েপক্ষ খোঁজ নিয়ে জানায়, মোবারকের সঙ্গে তারা মেয়ে বিয়ে দেবে না। এমন উগ্র মেজাজের ছেলেকে তারা জামাই বানাবে না। অথচ মোবারক পাগল নুরজাহানের জন্য। প্রায়ই গোপনে ছুটে যায় নুরজাহানের কাছে।

নুরজাহান যখন জানতে পারে মোবারকের সঙ্গে তার বিয়ে হবে না। তখন সে হুমকি দেয়- বিষ খাওয়ার। এদিকে বাড়ি ছেড়ে জঙ্গলে গিয়ে অনশন করে মোবারক। দু’দিন যায় চারদিন যায়, মোবারক জঙ্গলেই থাকে। অন্যদিকে নুরজাহান বিষ খায় আর অল্পের জন্য বেঁচেও যায়।

advertisement

এবার দুই পরিবার মিলে সিদ্ধান্ত নেয়, তাদের বিয়ে দেওয়ার। বিয়ের পর তাদের ভালোবাসা আরও বেড়ে যায়। মোবারক যখন খেতে হালচাষ করে নুরজাহান তখন তার জন্য ভাত নিয়ে আসে। খেতের আইলের ওপর বসে মেবারক যখন ভাত খায়, নুরজাহান তখন শাড়ির আঁচল দিয়ে কপালের ঘাম মুছে দেয়। এসব কারণে মানুষজন মোবারকের নাম বদলে ‘বউপাগল’ বলে ডাকে!

এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে শুক্রবারের বিশেষ নাটক ‘ঘরোয়া সার্কাস’। রচনা ও পরিচালনা করেছেন সেতু আরিফ। আর নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন শামীম হাসান সরকার ও আশনা হাবিব ভাবনা।

advertisement

নির্মাতা জানান, ‘ঘরোয়া সার্কাস’ প্রচার হবে আগামীকাল রাত ৮টায় আরটিভিতে।