advertisement
advertisement
advertisement

বেলুন বিতর্কে যা বলল ‘অনুতপ্ত’ চীন

অনলাইন ডেস্ক
৪ ফেব্রুয়ারি ২০২৩ ১০:৩৭ এএম | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৩ ০৩:০৪ পিএম
ছবি: সংগৃহীত
advertisement

যুক্তরাষ্ট্রের আকাশে ভাসতে থাকা বেলুনটি নিজেদের বলে স্বীকার করে নিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। গতকাল শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নজরদারি চালানোর অভিযোগ ওঠা বেলুনটি বেসামরিক একটি এয়ারশিপ। আবহাওয়া সংক্রান্ত কাজে বেলুনটি ব্যবহার করা হয়। এটি পরিকল্পিত পথচ্যুত হয়ে যুক্তরাষ্ট্রে গেছে। অনিচ্ছাকৃত এ ঘটনায় চীন অনুতপ্ত।

advertisement

এর আগে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর গত কয়েকদিন ধরে বেলুন দেখতে পেয়ে পেন্টাগনের কর্মকর্তারা বলেন, তাদের বিশ্বাস বেলুনটি বেশি-উচ্চতার একটি নজরদারি ডিভাইস।

তারা আরও জানান, বেলুনটি আলাস্কার আলেউতিয়ান দ্বীপ থেকে কানাডা হয়ে গত বুধবার মন্টানার বিলিংস শহরে আসে। জনবহুল এই শহরে বেশ কিছু পারমাণবিক ক্ষেপণাস্ত্র আছে যুক্তরাষ্ট্রের।

advertisement

এদিকে বেলুনটি ধ্বংস না করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। কারণ, এর ছাইয়ের সঙ্গে বিপজ্জনক কিছু থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এক বিবৃতিতে পেন্টাগন জানায়, যে উচ্চতায় যাত্রীবাহী বিমান উড়ে যায় বেলুনটি তার অনেক ওপর অবস্থান করছে। ফলে এটি মাটিতে থাকা মানুষ বা স্থাপনার জন্য সামরিক বা শারীরিক কোনো হুমকি সৃষ্টি করছে না।