advertisement
advertisement
advertisement

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর চীন সফর স্থগিত

অনলাইন ডেস্ক
৪ ফেব্রুয়ারি ২০২৩ ১১:১৩ এএম | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৩০ এএম
অ্যান্টনি ব্লিঙ্কেন
advertisement

বেলুন বিতর্কে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের দুই দিনের চীন সফর স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বেলুনটি নিজেদের বলে স্বীকার করে নেওয়ার পর এ সিদ্ধান্তের কথা জানানো হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানান, ব্লিঙ্কেন চাননি চীনা কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠকে বেলুনটি আধিপত্য বিস্তার করুক।

advertisement

আগামী ৫-৬ ফেব্রুয়ারি চীন সফরে যাওয়ার কথা ছিল মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। সফরে চীনের পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করার কথা ছিল তার। তাইওয়ান, দক্ষিণ চীন সাগরসহ বিভিন্ন ইস্যুতে উত্তেজনার মধ্যে এই সফর আয়োজন করা হয়েছিল।

তবে চীনের দাবি, নজরদারি চালানোর অভিযোগ ওঠা বেলুনটি বেসামরিক একটি এয়ারশিপ। আবহাওয়া সংক্রান্ত কাজে বেলুনটি ব্যবহার করা হয়। এটি পরিকল্পিত পথচ্যুত হয়ে যুক্তরাষ্ট্রে গেছে। এ নিয়ে দুঃখপ্রকাশও করেছে তারা।

advertisement