advertisement
advertisement
advertisement

কমল স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক
৪ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:৩৬ পিএম | আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:২০ এএম
প্রতীকী ছবি
advertisement

দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৭ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। 

আজ শনিবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামীকাল রোববার থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হবে।

advertisement

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম ৯২ হাজার ২৬২ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১০৮ টাকা কমিয়ে করা হ‌য়ে‌ছে ৮৮ হাজার ৬৩ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ ৯৯২ টাকা কমিয়ে করা হয়েছে ৭৫ হাজার ৪৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৪৬৭ টাকা কমানো হয়েছে, এখন কিনতে হবে ৬২ হাজার ৮৬৯ টাকায়।

তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের রুপার দাম প্রতি ভ‌রি ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের ১ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫০ টাকা।

advertisement