লাইফস্টাইল ডেস্ক ১২ মার্চ ২০২৩ ১০:৪১ এএম | আপডেট: ১২ মার্চ ২০২৩ ১০:৪১ এএম
লবণের যত ব্যবহার
advertisement
লবণের ব্যবহার কেবল রান্নার মধ্যে সীমাবদ্ধ নয়। রান্নার স্বাদ বাড়ানো ছাড়া আরও অনেক ব্যতিক্রমী ব্যবহার রয়েছে। পোশাকের জেদি দাগ দূর করা থেকে গৃহস্থালি পরিচ্ছন্নতার কাজেও বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে লবণের। আসুন জেনে নিই লবণের কিছু ব্যবহার-
ডিম সেদ্ধ করার পানিতে ১ চা চামচ লবণ দিন। ডিমের খোসা ছাড়াতে পারবেন দ্রুত।
এক কার্টন দুধে এক চিমটি লবণ দিলে দীর্ঘদিন ভালো থাকবে।
বেকিং সোডার সঙ্গে লবণ মিশিয়ে টুথপেস্ট হিসেবে ব্যবহার করুন। দূর হবে দাঁতের হলদে দাগ।
ফুলদানির ভেতরের অংশ পরিষ্কার করার জন্য লবণ-পানি দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিন। তারপর সাবান পানি দিয়ে পরিস্কার করুন।
হাত থেকে পেঁয়াজ বা রসুনের গন্ধ দূর না হলে ভিনেগারের সঙ্গে সামান্য লবণ মিশিয়ে ধুয়ে নিন হাত।