advertisement
advertisement
advertisement

প্রবাসীদের জন্য বাধ্যতামূলক বিমা চালু করল সরকার

প্রবাস ডেস্ক
১৩ মার্চ ২০২৩ ০৮:৪৩ পিএম | আপডেট: ১৩ মার্চ ২০২৩ ০৯:১৫ পিএম
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। ছবি: সংগৃহীত
advertisement

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, সরকার প্রবাসী কর্মীদের আর্থসামাজিক উন্নয়নে বাধ্যতামূলক বিমা চালু করেছে। বিমা বেনিফিট দুই লাখ টাকা থেকে ১০ লাখ টাকায় এবং মেয়াদ দুই বছর থেকে পাঁচ বছরে উন্নীত করা হয়েছে। দিনে দিনে এই বিমার সুবিধা বাড়ানো হবে। পাশাপাশি প্রবাসী কর্মীদের কল্যাণে আরও সুবিধাযুক্ত অন্যান্য বিমা চালুর উদ্যোগ গ্রহণ করা হবে। বিমার সুবিধা যেন প্রবাসী কর্মীরা কাজে লাগাতে পারে সেদিকে লক্ষ রাখতে হবে।

গতকাল রোববার বিকেলে প্রবাসী কল্যাণ ভবনের বিজয় ৭১ অডিটোরয়ামে জীবন বীমা করপোরেশনের সঙ্গে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পাঁচ বছর মেয়াদি প্রবাসীকর্মী বিমা চুক্তি সম্পাদন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণমন্ত্রী এ সব কথা বলেন।

advertisement

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বেনজির আহমেদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন এবং বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী।

বেনজির আহমেদ বলেন, বিমার আওতায় আসলে প্রবাসী কর্মীদের অর্থনৈতিক নিরাপত্তা তৈরি হচ্ছে। যেসব কর্মী বর্তমানে বিদেশে অবস্থান করছেন তারা সবাই যদি এই বিমার আওতায় আসতে পারে তাহলে আরও ভালো হবে।

advertisement

সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, ‘প্রবাসী কর্মীরা যাতে ঝুঁকিমুক্তভাবে বিদেশে তাদের কাজ করতে পারেন তা নিশ্চিত করাই আমাদের প্রথম অগ্রাধিকার। একইসঙ্গে তাদের ঝুঁকির কথা বিবেচনা করেই প্রবাসী বিমা চালু করা হয়েছে। প্রবাসীদের জন্য বিমা চালুর উদ্যোগটি সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। নতুন নতুন উদ্যোগের মাধ্যমে কিভাবে প্রবাসীকর্মী ও তাদের পরিবারের কল্যাণ নিশ্চিত করা যায় সে বিষয়ে কাজ করার জন্য বায়রাসহ সব অংশীজনের প্রতি আহ্বান জানাই।’

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো: হামিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো: শহীদুল আলম ও জীবন বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো: মিজানুল হক চৌধুরী।