advertisement
advertisement
advertisement

ইবিতে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করে মাইকিং

ইবি প্রতিনিধি
১৪ মার্চ ২০২৩ ১২:৩৮ পিএম | আপডেট: ১৪ মার্চ ২০২৩ ০২:২৮ পিএম
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মাইকিং করে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।ছবি: আমাদের সময়
advertisement

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মাইকিং করে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের ফটক থেকে ক্যাম্পাস সংলগ্ন শেখপাড়া ও শান্তিডাঙ্গা এলাকায় মাইকিং করে এ ঘোষণা দেওয়া হয়।

advertisement

এ বিষয়ে প্রশাসন একটা লিখিত আদেশ দিয়েছে। এতে বলা হয়েছে, ‘নিরাপত্তার স্বার্থে আজ হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো। সেইসঙ্গে বিশ্ববিধ্যালয়ে অধ্যায়নরত সকল ছাত্রছাত্রীদের নিজ নিজ পরিচয়পত্র বহন করতে বলা হলো। এ নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ বলেন, ‘শিক্ষার্থীদের একটি দাবি ছিল বহিরাগত প্রবেশ নিষিদ্ধ। সেই দাবি ও কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, বহিরাগতদের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট এবং মাদকাসক্তদের আড্ডাখানায় যাতে পরিণত না হয়, বিশ্ববিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা যাতে বজায় থাকে এজন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।’

advertisement

আরও পড়ুন: অবরোধ তুলে নেওয়ার পাশাপাশি আন্দোলনও স্থগিত করলেন ইবি শিক্ষার্থীরা

জানা যায়, গতকাল সোমবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে মারধর করে বহিরাগত তিন-চারজন। অভিযুক্তদের বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে আগুন জ্বালিয়ে আন্দোলন করেন শিক্ষার্থীরা। সেইসঙ্গে প্রশাসনের বৈঠকে এ ঘটনার সুষ্ঠু বিচার, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা ও বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধ চেয়ে তিন দফা দাবি জানান শিক্ষার্থীরা।

পরবর্তী সময়ে পুলিশ কর্মকর্তা ও উপাচার্যের দাবি মেনে নেয়ার আশ্বাসে আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা। এ সময় দাবি না মানা এবং তিন দিনের মধ্যে আসামি গ্রেপ্তার না হলে পুনরায় আন্দোলনের আল্টিমেটাম দেন আন্দোলনকারীরা।