দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানকে নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছে বাংলাদেশের চিত্রনায়ক আমিন খানের পরিবার। বেশ কিছু গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যে স্বর্ণ ব্যবসায়ী আরাভ খান আমিন খানের ছোট ভাই। অথচ এ ব্যক্তিকে তার পরিবারের কেউ কখনো দেখেনি, এমনকি নামও শুনেছে প্রথমবার।
এ বিষয়ে আমাদের সময় অনলাইন থেকে চিত্রনায়কের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এটি এখন স্পষ্ট হয়ে গেছে। আমি ইতোমধ্যে বিভিন্ন গণমাধ্যমে বলেছি সে আমার ভাই তো দূরের কথা, তাকে আমরা কেউ চিনিই না। গণমাধ্যমের খবরে তার সম্পর্কে আমরা জানতে পেরেছি।’
আমিন খান বলেন, ‘অনেকেই ভুল করে তাকে আমার ভাই মনে করছেন, খুবই বিব্রত বোধ করছি। আসলে আমার ভাইয়ের নাম আশরাফুল ইসলাম। সে একটি সিনেমায় অভিনয় করেছিল। সেখানে তার নাম আরাভ ছিল। এ কারণে কেউ কেউ মনে করছেন তিনি আমার ভাই। এটি একটি ভুল খবর। সবার ভুলটা ভাঙানো দরকার।’
আমিন খান জানান, তার ভাই একজন বিজ্ঞাপন নির্মাতা। কিছু নাটক ও টেলিছবি বানিয়েছেন। অভিনয়ও করেছেন অল্প করে। আশরাফুল ক্যারিয়ারের প্রথম দিকে একটি সিনেমায় অভিনয় করেছেন। সিনেমাটির নাম ‘ভালোবাসলে দোষ কি তাতে’। যার পরিচালক ছিলেন এ কিউ খোকন। সেই সিনেমায় পরিচালকের কথায় আরাভ খান নামটাই ব্যবহার করা হয়েছিল। তার পর থেকে অনেকে আশরাফুল নামের চেয়ে আরাভ খান নামেই তার ভাইকে বেশি চেনেন।
আমিন খান বলেন, ‘বিষয়টি অনেকটা মান-সম্মানের হয়ে দাঁড়িয়েছে। অনেকেই ফোন দিচ্ছে। সবার ভুল ভাঙানো জরুরি। আমি বলবো- কেউ বিভ্রান্ত হবেন না। কারণ, এখন যেভাবে অনলাইনে নিউজ হয়, অনেকেই মিথ্যাকেই সত্য বলে ধরে নেন।’
উল্লেখ্য, আমিন খানের তিন ভাই। আশরাফুল ইসলাম ছাড়াও তার আরেক ভাই আছেন, যার নাম আরিফুল ইসলাম। তিন ভাইয়ের সবাই ঢাকাতেই থাকেন।