advertisement
advertisement
advertisement

কাতারে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

কাতার প্রতিনিধি
১৭ মার্চ ২০২৩ ০৪:৩৩ পিএম | আপডেট: ১৭ মার্চ ২০২৩ ০৪:৩৩ পিএম
কাতারে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন। ছবি: সংগৃহীত
advertisement

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে কাতারের বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

বাংলাদেশ আওয়ামী লীগ কাতার ও অঙ্গ সংগঠনের নেতাদের সঙ্গে রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা প্রদান করেন। শেখ মুজিবুর রহমানসহ মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনার মধ্য দিয়ে আলোচনা অনুষ্ঠান শুরু করা হয়।

 

advertisement

দূতাবাস প্রাঙ্গনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ ছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী একে একে পাঠ করেন দূতাবাসের কর্মকর্তারা। পরে উন্মুক্ত আলোচনায় বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করেন মুক্তিযোদ্ধাসহ স্থানীয় আওয়ামী নেতারা। শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

 

advertisement