উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের রোমাঞ্চকর ড্র হয়ে গেল সুইজারল্যান্ডের নিয়নে। আজ শুক্রবার বিকেলে উদ্বেগ-উৎকণ্ঠার ড্রয়ের পর বায়ার্ন মিউনিখকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ফেভারিট ম্যানচেস্টার সিটি। শেষ আটের অন্য ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ লড়বে চেলসির বিপক্ষে।
সেমিফাইনালে ওঠার লড়াইয়ে এসি মিলান প্রতিপক্ষ হিসেবে পেয়েছে স্বদেশি ক্লাব নাপোলিকে। মিলান জায়ান্টরা সাতবারের চ্যাম্পিয়ন হলেও এই প্রথম কোয়ার্টার ফাইনালে খেলতে যাচ্ছে নাপোলি। ইতালির আরেক ক্লাব ইন্টার মিলান শেষ আটে লড়বে পর্তুগিজ জায়ান্ট বেনফিকার বিরুদ্ধে।
গত কয়েক বছরে কাড়ি কাড়ি অর্থ খরচ করে ইংলিশ ফুটবলে সাফল্য পেয়েছে ম্যানচেস্টার সিটি। কিন্তু স্বপ্নের চ্যাম্পিয়নস লিগ জেতা হয়নি তাদের। যথারীতি এবারও শিরোপা দৌড়ে ফেভারিট সিটি। কিন্তু পেপ গার্দিওলার দলকে বড় ভাবনায় ফেলে দিল শেষ আটের ড্র। তাদের স্বপ্নপূরণে এখন বড় বাধা গার্দিওলারই সাবেক ক্লাব বায়ার্ন মিউনিখ।
শেষ বত্রিশে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও নেইমার জুনিয়রদের প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) বিদায় করেছে বায়ার্ন মিউনিখ। আর ম্যানচেস্টার সিটি ছিটকে দিয়েছে জার্মান লিগের নতুন শক্তি লাইপজিগকে। এবার সিটিজেনদের সামনে আরেক জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ।
শেষ আটে মুখোমুখি:
রিয়াল মাদ্রিদ-চেলসি
বায়ার্ন মিউনিখ-ম্যানচেস্টার সিটি
নাপোলি-এসি মিলান
ইন্টার মিলান-বেনফিকা