যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে চায় উত্তর কোরিয়ার লাখ লাখ মানুষ। এমনই দাবি করেছে দেশটি। আজ শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।
রোডং সিনমুনের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়তে গতকাল শুক্রবার অন্তত আট লাখ শিক্ষার্থী এবং কর্মী দেশটির সামরিক বাহিনীতে তালিকাভুক্ত বা পুনরায় তালিকাভুক্ত হওয়ার ইচ্ছা পোষণ করেছে।
গত বৃহস্পতিবার আন্ত:মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে উত্তর কোরিয়া। সেদিন ভোরে দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছে জাপান এবং দক্ষিণ কোরিয়া। ক্ষেপণাস্ত্রটি প্রায় এক হাজার কিলোমিটার ওড়ার পর জাপানের পশ্চিমে সাগরে পড়েছে।
এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে দেশের এতো লাখ মানুষের ইচ্ছের কথা জানালো উত্তর কোরিয়া।