দুঃসহ অতীত ভুলে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন হিন্দি টেলিভিশন অভিনেত্রী দলজিৎ কৌর। প্রেমিক ব্যবসায়ী নিখিল প্যাটেলের সঙ্গে সাতপাক ঘুরলেন তারকা। গতকাল শনিবার এ যুগলের চার হাত এক হয়েছে। ছেলে এবং সৎ মেয়েকে নিয়েই এদিন তারা বিয়ে সারেন।
বিয়ের পর প্রকাশ্যে এসেছে নবদম্পতির বেশকিছু ছবি। প্রবাসী নিখিল প্যাটেলের সঙ্গে ভারতীয় রীতিতেই বিয়ে হয়েছে অভিনেত্রীর। বিয়ের এ অনুষ্ঠানে হাজির ছিলেন বলি-টলি জগতের অনেক তারকা।
সাধারণত বিয়েতে বর-কনে পছন্দ করেন লাল রঙ, কিন্তু তারা দুজনেই এদিন পরেছিলেন সাদা রঙের পোশাক। অভিনেত্রীকে দেখা যায় সাদা লেহেঙ্গায়। তবে মাথায় একটি লাল রঙের ওড়না দিয়েছিলেন তিনি। গলায় ছিল গোলাপি গোলাপের মালা। অন্যদিকে নিখিলের পরনে ছিল সাদা শেরওয়ানি এবং পায়জামা। সঙ্গে তিনি সাদা পাগড়ি পরেছিলেন।
আরও পড়ুন: ‘আপনি কি ভার্জিন?’, শ্রুতিকে প্রশ্ন ভক্তের
সাদা লেহেঙ্গার সঙ্গে দলজিতকে এদিন রুবি এবং ডায়মন্ডের জড়োয়া সেট পরতে দেখা যায়। এছাড়া টিকলি, নথ, হার, কানের সঙ্গে পরেছিলেন চূড়া।
উল্লেখ্য, ২০০৯ সালে অভিনেতা শালীন ভানুটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন দলজিৎ। কিন্তু ২০১৫ সালে সেই বিয়ে ভেঙে যায়। তাদের একটি ছেলেও রয়েছে। কিন্তু আইনি বিচ্ছেদ হয়ে গেছে তাদের। শালীন তাকে মারধর করতেন, অবজ্ঞা করতেন বলে অভিযোগ তুলেছিলেন দলজিৎ। মা-বাবার সামনেও শালীনের হাতে মার খেয়েছেন বলে দাবি তার। এমনকি গর্ভাবস্থায় তার সঙ্গে একবারও ডাক্তারের কাছে যাননি বলে অভিযোগ এ তারকার।
শালীনের সঙ্গে সম্পর্কে ইতি টানার পর থেকে একাই ছিলেন দলজিৎ। কিন্তু দুবাইয়ে নিখিলের সঙ্গে আলাপের পর নতুন করে জীবন শুরুর কথা ভাবেন। নিখিলেরও আগে বিয়ে হয়েছিল। দুই মেয়ে রয়েছে তার।
প্রবাসী ভারতীয় নিখিলের জন্ম লন্ডনে। থাকেন নাইরোবিতে। পেশায় ব্যবসায়ী। দুঃসহ অতীত ভুলে দলজিতের সঙ্গে সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখছেন তিনিও।