advertisement
advertisement
advertisement

হুঁশিয়ারি উপেক্ষা করে ফের ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

অনলাইন ডেস্ক
১৯ মার্চ ২০২৩ ১২:৩৮ পিএম | আপডেট: ১৯ মার্চ ২০২৩ ০১:২৮ পিএম
একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়েই যাচ্ছে উত্তর কোরিয়া
advertisement

কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূল থেকে আজ রোববার সমুদ্রের দিকে ফের স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। জাপান ও দক্ষিণ কোরিয়ার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, পশ্চিম উপকূলের ডংচাং-রি অঞ্চল থেকে দেশটির স্থানীয় সময় সকাল ১১ টা ৫ মিনিট নাগাদ ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়।। এটি লক্ষ্যবস্তুতে আঘাত করার আগে প্রায় ৮০০ কিলোমিটার উড়ে।

advertisement

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ৫০ কিলোমিটার উচ্চতায় উড়েছিল। এই ঘটনায় ইতোমধ্যে নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়া।

দেশটি উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের প্রস্তাব স্পষ্টভাবে লঙ্ঘন করা হয়েছে বলে দাবি করেছে।

advertisement

উত্তর কোরিয়ার সবশেষ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সমালোচনা করেছে টোকিও ও ওয়াশিংটন। দেশটি যুক্তরাষ্ট্রসহ তার মিত্র দেশের হুমকি সত্ত্বেও একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে।