advertisement
advertisement
advertisement

ভারতকে গুঁড়িয়ে সমতায় ফিরল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
১৯ মার্চ ২০২৩ ০৬:১৩ পিএম | আপডেট: ১৯ মার্চ ২০২৩ ০৬:৩৪ পিএম
ছবি: সংগৃহীত
advertisement

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পেল না ভারত। রোহিত শর্মাদের গুঁড়িয়ে দিয়ে ১০ উইকেটের বড় ব্যবধানে জিতল সফরকারীরা। এ জয়ে ১-১ ব্যবধানে সমতায় ফিরল স্টিভেন স্মিথের নেতৃত্বে দলটি।

আজ রোববার বিশাখাপন্তনমে প্রথমে ব্যাট করা ভারত অজি বোলারদের সামনে খেই হারিয়ে ফেলে। ২৬ ওভার টিকতে পারা দলটি মাত্র ১১৭ রানে গুটিয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে ১১ ওভারে ঝড়ো বিনা উইকেটে ১২১ করে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

advertisement

১১৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেও দাপট অব্যাহত রাখে অস্ট্রেলিয়া। দলের দুই ওপেনার ফিফটি তুলে জয় নিশ্চিত করেন। ট্রাভিস হেড ৩০ বলে ১০টি চারে ৫১ এবং মিচেল মার্শ ৩৬ বলে ৬টি চার ও সমান ছক্কায় ৬৬ রানে অপরাজিত থাকেন।

টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে মিচেল স্টার্কদের তোপের মুখে পড়ে স্বাগতিক ভারত। নিয়মিত বিরতিতে উইকেট হারানো দলটির হয়ে সর্বোচ্চ ৩৫ বলে ৩১ করেন বিরাট কোহলি। অক্ষর প্যাটেল অপরাজিত ২৯ রান করলেও বাকিদের কেউই বলার মতো স্কোর করতে পারেননি।

advertisement

ওয়ানডে ক্যারিয়ারে নবমবারের মতো ৫ উইকেট দখল করেন অজি পেসার স্টার্ক। ৩টি উইকেট পান শেন অ্যাবোট। আর ২ উইকেট দখল করেন নাথান এলিস।