advertisement
advertisement
advertisement

মক্কা আওয়ামী ফাউন্ডেশনের ত্রিবার্ষিক সম্মেলন

সৌদি আরব প্রতিনিধি
১৯ মার্চ ২০২৩ ০৭:০২ পিএম | আপডেট: ১৯ মার্চ ২০২৩ ০৮:২৭ পিএম
মক্কা আওয়ামী ফাউন্ডেশনের ত্রিবার্ষিক সম্মেলন। ছবি: সংগৃহীত
advertisement

সৌদি আরবের মক্কায় আওয়ামী ফাউন্ডেশনের ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার মক্কা নগরীর কাকিয়া একটি কমিনিউটি সেন্টারে এই সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমির হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব সেলিম আহমেদ ও মোরশেদুল আলম নিবিল ও তাজুল ইসলামের যৌথ সঞ্চলনায় সম্মেলনক অনুষ্ঠিত হয়। মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সম্মেলন ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ‍উপস্থিত ছিলেন মক্কা বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি সাইফুর রহমান সাইফু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সাবেক সাধারণ সম্পাদক কাসেদুর রহমান কাসেদ।

advertisement

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার প্রবাসী কমিউনিটি আওয়ামী লীগের সভাপতি সামশুল আলম, সাধারণ সম্পাদক সাকেরুল্লাহ সাহেদ, মক্কা বঙ্গবন্ধু স্মৃতি পরিষদের সভাপতি রিয়াজ আকবর চৌধুরী, শমসের আলম, শফিকুর রহমান, রফিকুল ইসলাম, আবুল বাশার সিকদার,আব্দুর সাত্তার ভূট্টো, মো. নুরুল্লাহ, শাহজাহান সোলেমান, হাসান আমিন ভূঁইয়া, আনোয়ারুল হক, মো. ফরিদ, মেহেদী হাসান, আজাদ চৌধুরী, আব্দুর রশিদ, রিদওয়ান হক, জাফর আলম, রিদওয়ান করিম, মো. সেলিম ও মো. ফোরকানসহ আরও অনেকে।

এছাড়াও মক্কা আওয়ামী ফাউন্ডেশনের ত্রিবার্ষিক সম্মেলন মক্কা জেদ্দা নগরীর বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্মেলন পরবর্তী ২য় অধিবেশন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রফিকুল ইসলাম ও নির্বাচন কমিশনার শাহজাহান সোলেমান। সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি হিসেবে রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কাসেদুর রহমান কাসেদ।

advertisement