বই সবচেয়ে বড় বন্ধু। বই পড়ুয়াদের কেউ দাবিয়ে রাখতে পারে না। বঙ্গবন্ধু বলেছিলেন, আমাদের কেউ দাবায়ে রাখতে পারবে না। আমার ভাই হুমায়ূন আহমেদ বই লিখে প্রচুর পাঠক তৈরি করে গেছেন। সেই পথ ধরে নতুন প্রজন্ম এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। গতকাল নেত্রকোনার কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ৩ দিনব্যাপী বইমেলার শেষ দিনে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন ড. মুহম্মদ জাফর ইকবাল। কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আসাদুল করিম মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লাইমুন হোসেন ভূঞার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক মনসুরুল হক, কেন্দুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল, সহকারী কমিশনার (ভূমি) রাজীব হোসেন, ওসি আলী হোসেন পিপিএম, কিশোরগঞ্জের কবি ও ছড়াকার জাহাঙ্গীর আলম জাহান। ৩ দিন মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে কয়েকটি কিন্ডারগার্টেনের শিক্ষার্থী, ঝংকার শিল্পীগোষ্ঠী, উদীচী শিল্পীগোষ্ঠী এবং বিখ্যাত পালাগায়ক আবদুল কুদ্দুস বয়াতী ও তার দল। মেলায় বইয়ের স্টল ছাড়াও খেলনা সামগ্রীর স্টল ও দেয়াল পত্রিকা ছিল। অতিথিরা প্রতিদিন মেলার স্টল পরিদর্শন করেন। কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি