২০০২ থেকে ২০১৮; দীর্ঘ ১৬ বছর বার্সেলোনার মূল দলে খেলেছেন স্প্যানিশ তারকা আন্দ্রেস ইনিয়েস্তা। জিতেছেন অসংখ্য ট্রফি। বার্সার পাঠ চুকিয়ে ২০১৮ সালেই যোগ দেন জাপানি ক্লাব ভিসেল কোবেতে। সেই থেকে এখনো পর্যন্ত ক্লাবটিতে খেলছেন। প্রথমে ৩ বছরের চুক্তি থাকলেও পরে আরও ২ বছর বাড়ানো হয়।
তবে মৌসুম শেষ হওয়ার আগেই ভিসেল কোবে ছাড়ছেন ইনিয়েস্তা। গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া জাপানি লিগ ডিসেম্বরে শেষ হওয়ার কথা। তবে আগামী ১ জুলাই জাপানি এই ক্লাবটির হয়ে শেষ ম্যাচ খেলবেন ইনিয়েস্তা। ভিসেলল কোবে এক বিবৃতিতে জানায়, নির্ধারিত সময়ের আগেই এখানে শেষ হচ্ছে ইনিয়েস্তার অধ্যায়।
তবে ভিসেল কোবে ছাড়লেও ফুটবল খেলা চালিয়ে যাবেন ইনিয়েস্তা। অন্যান্য সুযোগগুলো নিতে চান তিনি। বার্সার এই কিংবদন্তি বলেছিলেন, জীবনের কোনো এক সময় বার্সেলোনায় ফিরতে চান তিনি। তাছাড়া, জাভিকেও বার্সার কোচ হিসেবে দেখতে চেয়েছিলেন ইনিয়েস্তা। দ্বিতীয় কথাটি বাস্তবে পরিণত হয়েছে, প্রথম কথাটি কি হবে?
ইনিয়েস্তা বলেন, ‘এর আগেও আমি বহুবার বলেছি, আমি জীবনের কোনো এক পর্যায়ে বার্সেলোনায় প্রত্যাবর্তন করতে চাইব। কিন্তু আমি মনে করি, এটি সহজ ব্যাপার নয়। আমি ফুটবল খেলা চালিয়ে যেতে চাই। আমার মনে হয়, আমি এখনো খেলার সামর্থ্য রাখি। ... মাঠে খেলা অবস্থায় আমি ক্যারিয়ারের ইতি ঘটাতে চাই।’ প্রতিবেদন গোল ডটকমের।
আরও পড়ুন: এবার শৈশবের ক্লাব বার্সেলোনা ছাড়ছেন আলবা
ইনিয়েস্তার বার্সায় ফেরা ভক্তদের জন্য হবে একটি বিশাল পাওয়া। তবে, তার মধ্যপ্রাচ্যে যাওয়ার জল্পনাই বেশি। এরই মধ্যে বার্সায় ইনিয়েস্তার সাবেক সতীর্থ সার্জিও বুসকেটস ও জর্দি আলবারও সৌদি লিগে যোগ দেওয়ার কথা রয়েছে।