advertisement
advertisement
advertisement.

সড়ক দুর্ঘটনায় মারা গেছে হনুমান, মরদেহের পাশে কাঁদছে শাবক

আন্তর্জাতিক ডেস্ক
২৫ মে ২০২৩ ০৬:৩৩ পিএম | আপডেট: ২৫ মে ২০২৩ ০৬:৩৩ পিএম
মা হনুমানের মরদেহের পাশে কাঁদতে থাকা শাবক
advertisement..

অন্যান্য প্রাণীর তুলনায় বানর কিংবা হনুমানের বুদ্ধি ও আচরণ অনেকটাই মানুষের মতো। এবার তা আরেকবার দেখা গেল ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে। সেখানে আজ বৃহস্পতিবার মা হনুমান সড়ক দুর্ঘটনায় মারা গেলে মরদেহের পাশে কাঁদতে দেখা গেছে শাবককে।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, দুর্গাপুরের অণ্ডালের উখড়ার শ্যামসুন্দরপুরে আজ সকালে দলবদ্ধভাবে রাস্তা পার হচ্ছিল হনুমানের দল। প্রচণ্ড গতিতে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এ সময় একটি হনুমানকে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় একটি হনুমানটির।

advertisement

দুর্ঘটনার পর সঙ্গে থাকা একটি হনুমান শাবক মরদেহের পাশে বসে কাঁদতে শুরু করে। দীর্ঘক্ষণ কান্নাকাটির পর ছুটে আসে দলের অন্য সদস্যরা। তারাও মরদেহের পাশে বসে থাকে। পরে শাবকটিকে সরিয়ে নিয়ে যায় বাকি হনুমানরা। তবু শাবকটির কান্না থামেনি।

মরদেহ উদ্ধার করার জন্য খবর দেওয়া হয় উখড়া বনদপ্তরে। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ওই এলাকাজুড়ে।