advertisement
advertisement
advertisement.

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় আওয়ামী লীগ বিএনপি জাপা
আলোচনায় সংলাপ

আরিফুজ্জামান মামুন
২৬ মে ২০২৩ ১২:০০ এএম | আপডেট: ২৬ মে ২০২৩ ০৯:৪৯ এএম
advertisement..


আগামী জাতীয় নির্বাচনের বাকি আরও প্রায় সাত-আট মাস। নির্বাচন যত ঘনিয়ে আসছে, পরস্পরের প্রতিপক্ষ হিসেবে পরিচিত দেশের বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান ইস্যুতে বিতর্কও তত বাড়ছে, বাড়ছে দূরত্বও। এর মধ্যেই এ ইস্যুকে কেন্দ্র করে নতুন এক ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বলেছে, বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত বাংলাদেশিদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র। এমনকি এমন ব্যক্তিদের পরিবারের অন্য সদস্যদেরও মার্কিন ভিসা দেওয়া হবে না। এ ঘোষণায় যেন বোমা ফেটেছে। রাজনীতির মাঠ ছাড়িয়ে সেই বোমার পরাঘাত ছড়িয়ে পড়েছে দেশের সর্বত্র। শুরু হয়েছে তোলপাড়। রাজনীতিসংশ্লিষ্টদের মুখেই শুধু নয়, দল-মত নির্বিশেষে দেশের সব মানুষের মুখে মুখে গতকাল ছিল বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি নিয়ে আলোচনা। এ ঘোষণার ভালো-মন্দ প্রভাব সম্পর্কে যার যার মতো চলছে যুক্তি-তর্ক-বিশ্লেষণ। শুধু তাই নয়। নড়েচড়ে বসেছে রাজনৈতিক দলগুলোও। যুক্তরাষ্ট্রের ভিসানীতি ঘোষণার পরদিনই আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির প্রতিনিধিরা ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের ডাকে তার বাসায় হাজির হন। সেখানে তারা রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেন। বলা বাহুল্য, এ বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিলÑ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করা। সেখানে নেতারা তাদের দলীয় দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। অন্যদিকে মার্কিন রাষ্ট্রদূত সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সংলাপের ওপর গুরুত্বারোপ করেন। খবর সংশ্লিষ্ট সূত্রের।
গতকাল পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গেও পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করেছেন পিটার হাস। গত বুধবার বাংলাদেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে ভার্চুয়ালি যুক্ত হয়ে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুও সংলাপে ভূমিকা রাখার কথা বলেন।
বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের ঘোষিত নতুন ভিসানীতিকে বিএনপি ও জাতীয় পার্টি স্বাগত জানিয়েছে। অন্যদিকে সরকারের তরফে আশা করা হয়েছে, এ নীতি যথেচ্ছভাবে প্রয়োগের পরিবর্তে বস্তুনিষ্ঠতার সঙ্গে যেন অনুসরণ করা হয়।
নতুন ভিসানীতি নিয়ে গুলশানে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে তার বাসায় আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ গতকাল বেলা ১১টা ৫০ মিনিট থেকে বেলা পৌনে ২টা পর্যন্ত বৈঠক করেন। পরে বৈঠকের ব্যাপারে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এক বার্তায় বলেন, আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করি। গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করে এমন ব্যক্তিদের ভিসা সীমিত করার এই নতুন ভিসানীতি সবার জন্য প্রযোজ্য। বৈঠকে আওয়ামী লীগ নেতাদের মধ্যে তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, এম এ আরাফাত, বিএনপি নেতাদের মধ্যে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, জাতীয় পার্টি নেতাদের মধ্যে দলটির মহাসচিব অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য মেজর (অব) রানা মোহাম্মদ সোহেল উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের ঘোষিত ভিসানীতি, আগামী জাতীয় সংসদ নির্বাচন, আওয়ামী লীগ-বিএনপির অবস্থান, রাজনৈতিক সংলাপের সম্ভাব্যতা এবং মার্কিন দূতাবাসের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র যে খুবই গঠনমূলক ও ইতিবাচকভাবে এই সিদ্ধান্ত নিয়েছে সেটি স্পষ্ট করা হয়। সূত্র জানায়, বৈঠকে ২০১৪ সালের নির্বাচনের সময় ঘটা জ¦ালাও-পোড়াও নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের মধ্যে মৃদু বিতর্ক হয়। মার্কিন দূত সংলাপ নিয়ে মনোভাব জানতে চাইলে দলগুলোর নেতারা দলীয় অবস্থান অনুযায়ী নানা দিক নিয়ে কথা বলেন। রাষ্ট্রদূতের তরফে জানানো হয়, যুক্তরাষ্ট্র সংলাপে ভূমিকা রাখতে চায়। যুক্তরাষ্ট্র যে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে সরকার, বিরোধী দল ও নাগরিক সমাজের সবার প্রচেষ্টার অংশীদার হতে চায় সে বার্তাও দেওয়া হয়।
বৈঠক সূত্র জানায়, ন্যূনতম কী পরিস্থিতিতে বিএনপি নির্বাচনে অংশ নিতে পারেÑ এ প্রসঙ্গে বিএনপির প্রতিনিধিরা জানান, তত্ত্বাবধায়ক সরকার না হলেও নির্বাচনকালীন সরকার অবশ্যই নিরপেক্ষ হতে হবে। তা হলেই বিএনপি নির্বাচনে অংশ নেওয়ার ইতিবাচক সিদ্ধান্ত নিতে পারে। অন্যদিকে আওয়ামী লীগের প্রতিনিধিরা জানান, সংবিধান অনুযায়ী সরকার ও আওয়ামী লীগ একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায়। সেটি শুধু কথার কথা নয়, আমরা করে দেখাব। যুক্তরাষ্ট্র নির্বাচনে বাধা ও সহিংসতা চায় না, আমরাও চাই না। আওয়ামী লীগের তরফে স্পষ্ট করা হয়, সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই।
বৈঠক শেষে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এম এ আরাফাত বলেন, নতুন ভিসানীতি নিয়ে আলোচনা হয়েছে। মার্কিন রাষ্ট্রদূত আমাদের বলেছেন, এই ভিসানীতি কোনো দল, ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়। যারাই নির্বাচন প্রক্রিয়ায় বাধা দেবে এবং সহিংসতা করবে, তাদের বিরুদ্ধে এটি কার্যকর হবে। এম এ আরাফাত আরও বলেন, বিএনপি নেতারা তাদের চিরাচরিত অভিযোগগুলো করেছেন। তারা জ্বালাও-পোড়াও করেননি বলেও দাবি করেছেন। আরও বলেছেন, দেশে নির্বাচনের পরিবেশ নেই। সরকার তাদের ডিস্টার্ব করছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে তারা জিতবে।
বিএনপির উত্থাপিত অভিযোগগুলোর জবাব আওয়ামী লীগের পক্ষ থেকে দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা ভিসানীতির ওপর আলোচনা সীমাবদ্ধ রাখার চেষ্টা করেছি। বৈঠকে টকশোর মতো বিতর্ক তৈরি করতে চাইনি। আমরা আমাদের কথা বলেছি; বিএনপি ও জাতীয় পার্টি তাদের কথা বলেছে। মার্কিন রাষ্ট্রদূত সবার কথা শুনেছেন। পরে বলেছেন, কিছু ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সহায়তা করতে পারবে, সব কিছু তো সম্ভব নয়।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের নতুন এই ভিসানীতি ক্ষমতাসীনদের ভোট কারচুপির বিরুদ্ধে বড় ধরনের ‘সিগন্যাল’। কেন এ নীতিকে বিএনপি স্বাগত জানাচ্ছে, তার ব্যাখ্যায় তিনি বলেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্ত এসেছে। আমরা এ সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি এ জন্য যে, নির্বাচন নিয়ে এ মুহূর্তে দেশের মানুষের যে শঙ্কা-দ্বিধা রয়েছে, তা কাটাতে এ ধরনের পদক্ষেপ সহায়ক ভূমিকা পালন করবে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে।
রাষ্ট্রদূতের বাসার বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি বলেন, মার্কিন নতুন ভিসানীতির উদ্দেশ্য হচ্ছেÑ যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশে সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হোক। তাদের এ দৃষ্টিভঙ্গির সঙ্গে আমাদের দলও একমত।
নতুন ভিসানীতি ঘোষণায় অস্বস্তি নেই সরকারের
গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন পিটার হাস। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করা হয়, যুক্তরাষ্ট্র ঘোষিত নতুন ভিসানীতিতে সরকারের কোনো অস্বস্তি আছে কি না? এমন প্রশ্নে ড. আবদুল মোমেন বলেন, কেন অস্বস্তি হবে? তারা করেছে তাদের নিয়মে। আমরা যদি মনে করি, স্বচ্ছ ও সুন্দর নির্বাচনে এটা সাহায্য করবে, তাহলে ভালো। কিন্তু এটা কতদূর সাহায্য করবে আমি জানি না!
পররাষ্ট্রমন্ত্রী জানান, রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠককালে তিনি জানতে চেয়েছিলেন, এমন বিশেষ ভিসানীতি বিশ্বের অন্য কোনো দেশে যুক্তরাষ্ট্র প্রয়োগ করেছে কি না এবং করে থাকলে কোনো সাফল্য এসেছে কি না? এগুলো পরীক্ষিত হয়েছে কি না?
মন্ত্রী জানান, জবাবে রাষ্ট্রদূত বলেছেন, সেটা পরীক্ষিত হয়নি। নাইজেরিয়া ও সোমালিয়াতে এটা প্রয়োগ করেছে যুক্তরাষ্ট্র।
মোমেন বলেন, আমি বলেছি, শেখ হাসিনা সরকার গণতন্ত্রের জন্য সারাজীবন কাজ করেছে। আওয়ামী লীগ সবসময় নির্বাচনমুখী। গ্রহণযোগ্য নির্বাচন না হলে সরকার টিকতে পারে না। আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে চাই। বিশেষ করে জ্বালাও-পোড়াও আমরা চাই না। এটাতে (মার্কিন নতুন ভিসানীতি) হয়তো সাহায্য করতে পারে। যারা জ্বালাও-পোড়াও করে, আমাদের নির্বাচনকে বাধা দেওয়ার চেষ্টা করে তারা হয়তো এ নীতির কারণে এসব কাজ থেকে বিরত থাকবে।
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি বাংলাদেশের জনগণ, সরকার এবং নির্বাচনের সঙ্গে সং?শ্লিষ্টদের জন্য প্রযোজ্য। তিনি বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রের ভিসানী?তির ঘোষণা নি?য়ে আমরা আলোচনা ক?রে?ছি। এটা প্রকৃতপক্ষে বাংলাদেশের জনগণ, সরকার এবং যারা এই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের সঙ্গে যুক্ত তাদের জন্য প্রযোজ্য। যুক্তরাষ্ট্র সবসময় গণতা?ন্ত্রিক নির্বাচনী প্রক্রিয়া?কে সমর্থন ক?রে ব?লেও এ সময় উল্লেখ করেন রাষ্ট্রদূত হাস।
ভালো নির্বাচন পাব বলা যাচ্ছে না : ইমতিয়াজ আহমেদ
নতুন ভিসানীতির প্রভাব সম্পর্কে বিশিষ্ট বিশ্লেষক ড. ইমতিয়াজ আহমেদ বলেন, গণতন্ত্রে যে নির্বাচন, কোনো সহিংসতা ছাড়া সবাই মিলে ভোট দেওয়াÑ সেই ধরনের নির্বাচন করতে হলে ন্যূনতম যেসব শর্ত প্রয়োজন, তার মধ্যে অন্যতম হলো, বড় দলগুলোর পরস্পরের প্রতি আস্থা যেন থাকে। কিন্তু আমাদের দেশের রাজনীতিতে বড় বিভাজন হয়ে আছে। এখন প্রশ্ন হচ্ছে, মার্কিন এই ভিসানীতি দুদলের মধ্যে আস্থা বাড়াবে নাকি বিভাজন আরও বাড়াবে? আমরা যা দেখতে পাচ্ছি, মনে হচ্ছে বিভাজনটা আরও বাড়ল। কারণ সরকারি দল এর এক রকম ব্যাখ্যা দেবে, বিরোধী দল দেবে অন্যরকম।
নতুন ভিসানীতি বাংলাদেশের গণতন্ত্রে যে ঘাটতি রয়েছে, সেটি পূরণে কতটা সহায়ক হতে পারে? এমন প্রশ্নে তিনি বলেন, সেটা এখনই নয়, আরও পরে বোঝা যাবে। ভিসানীতির পরিবর্তনে ভালো নির্বাচন পাওয়া যাবে, সেটা আপাতত বলা যাচ্ছে না। উপরন্তু এ নীতি ঘোষণার মাধ্যমে বাংলাদেশকে ছোট করা হয়েছে। এ ঘোষণাটা আমাদের জন্য নেতিবাচক। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, এ ঘোষণার কারণে অনেক দেশের বিনিয়োগকারী বিশেষ করে পশ্চিমারা এ দেশে বিনিয়োগে উৎসাহ হারাবেন। অন্য দেশগুলো মার্কিন এই ভিসানীতি ঘোষণার বিষয়টিকে কীভাবে বিবেচনা করবেÑ সেটিও দেখার বিষয়।
ড. ইমতিয়াজ বলেন, এ ভিসানীতি ইতিবাচকের চেয়ে নেতিবাচক প্রভাবই ফেলবে বলে মনে হচ্ছে। তবে রাজনৈতিক দলগুলো এ নিয়ে বড় ধরনের চিন্তায় পড়বে বলে আমি মনে করি না।
নতুন ভিসানীতি সংলাপেরই আভাসÑ এম হুমায়ুন কবির
আন্তর্জাতিক বিশ্লেষক এম হুমায়ুন কবির বলেন, ৫২ বছরের ইতিহাসে আমরা কখনো এমন পরিস্থিতিতে পড়িনি। সেই বিবেচনায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে এমন একটা উদ্যোগকে ইউনিক বলা যায়। দেশটি চেষ্টা করছে একটা সংলাপের জন্য প্রেসার দেওয়ার। এই প্রেসারটা ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরাসরি না দিয়ে কৌশলে দিয়েছে।
সাবেক এই রাষ্ট্রদূত আরও বলেন, এ পর্যন্ত বাংলাদেশের কার কার ওপর অবরোধ আরোপ করা আছে যুক্তরাষ্ট্রের, তা আমরা জানি। কিন্তু নতুন নীতিটি যে কারও ওপর প্রয়োগ করা সম্ভব। যাকে সন্দেহ হবে, তার ওপরই প্রয়োগ করতে পারবে যুক্তরাষ্ট্র। তাদের বার্তা খুবই শক্তিশালী। বাইডেন প্রশাসনের নীতিগত অবস্থানের প্রতিফলন এ নীতি। তিনি বলেন, কেউ যদি একটা কাজ করে সেটা যদি গ্রহণযোগ্য না হয় তা হলে সে এটার আওতায় পড়বে। না করলে নয়। গণতন্ত্রের জন্য, বৈষম্য রোধ করার জন্যই একাত্তরে মুক্তিযুদ্ধ হয়েছে। মানুষের অধিকারের জন্যই আমরা সংগ্রাম করেছি। এটা তো আমাদেরই করা উচিত। আরেক দেশের কেন বলে দিতে হবে?
এ নীতি দিয়ে নির্বাচনের গুণগত পরিবর্তন করা যাবে নাÑ শান্তনু মজুমদার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ড. শান্তনু মজুমদার বলেছেন, বর্তমান বৈশি^ক বাস্তবতায় এটা খুব শক্তিশালী অস্ত্র হিসেবে আবির্ভূত হবে না। অতীতে হয়তো হয়েছে। এখন এ অস্ত্র প্রয়োগে খুব বেশি কাজ হবে না। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দিয়ে বাংলাদেশের নির্বাচনের গুণগত পরিবর্তন করা যাবে না বলে মন্তব্য করেন তিনি।