advertisementsp
advertisement
advertisement.

চাপে ফেলেও ক্যারিবিয়ানদের বিপক্ষে আফিফদের হার

স্পোর্টস ডেস্ক
২৬ মে ২০২৩ ০৫:৫৭ পিএম | আপডেট: ২৬ মে ২০২৩ ০৫:৫৭ পিএম
দিনশেষে টাইগারদের মুখে এ হাসি আর থাকেনি। ছবি: বিসিবি
advertisement..

চতুর্থ ইনিংসে বাংলাদেশ ‘এ’ দলের দেওয়া ১৯০ রানের লক্ষ্যে একপর্যায়ে ১৫০ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। স্বীকৃত ব্যাটসম্যান হিসেবে কেবল অধিনায়ক জশুয়া দ্য সিলভাই ছিলেন। তবে তারপর ক্যারিবিয়ানাদের আর একটি উইকেটও ফেলতে পারেনি বাংলাদেশ। ৩ উইকেটে ম্যাচ জিতে নেয় তারা।

এর আগে, চতুর্থ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২৭৪ রান নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ। তবে সকালে ৮ ওভারও টিকতে পারেনি দল। ২৮৭ রানে সপ্তম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন নাঈম হাসান। ভাঙ্গে ইরফান শুক্কুর ও তার ৭৮ রানের জুটি। এরপর ২৯২ রানে তানজিম হাসান সাকিব বিদায় নেন। আর ২৯৭ রানে শুক্কুর (৭২) ও খালেদ আহমেদের উইকেট হারায় বাংলাদেশ।

advertisement

ওয়েস্ট ইন্ডিজের হয়ে দারুণ বল করেন কেভিন সিনক্লেয়ার। ৭৯ রানে তার শিকার ৫ উইকেট। দুইটি করে উইকেট নিয়েছেন আকিম জর্দান ও জেয়ার ম্যাকঅ্যালিস্টার।

১৯০ রানের লক্ষ্যে খেলতে নেমে ৭০ রানের মধ্যেই ৫ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর ৭৬ রানের জুটি গড়েন ব্রেন্ডন কিং ও ডি সিলভা। ১৪৬ রানে ফেরেন দলের একমাত্র অর্ধশতক পাওয়া কিং। ১৫০ রানে ফেরেন সিনক্লেয়ারও। তবে অষ্টম উইকেটে ৪১ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন ডি সিলভা ও আকিম। ৪৭ রানে অপরাজিত থাকেন সিলভা, আকিম ২০ বলে ২২ রানের হার না মানা ইনিংস খেলেন।

আরও পড়ুন: সাকিবের তোপের পর সাদমান, শাহাদাত, ইরফানের হাফ সেঞ্চুরি

এর আগে, প্রথম ইনিংসে বাংলাদেশ ‘এ’ দলের ২৩৭ রানের জবাবে ৩৪৫ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। ১০৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে তৃতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ২৭৪ রান।