advertisement
advertisement
advertisement.

নানার বাড়ি বেড়াতে এসে প্রাণ গেল শিশুর

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
২৬ মে ২০২৩ ০৭:৪২ পিএম | আপডেট: ২৬ মে ২০২৩ ০৮:০২ পিএম
প্রতীকী ছবি
advertisement..

নাটোরের বাগাতিপাড়ায় নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দেড় বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার চিমনাপুর সাজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

শিশুটির নাম ওয়াফি ইসলাম সায়েম। সে রাজশাহীর দূর্গাপূর উপজেলার খাজখামার গ্রামের সুজন আলীর ছেলে। তার বাবা একজন মালদ্বীপ প্রবাসী। তিনি সাত মাস থেকে মালদ্বীপেই আছেন।

advertisement

হাসপাতাল ও স্বজনদের সূত্রে জানা যায়, শিশুটির মা মোছা. মিম বেগম গত বুধবার তার খালু বাগাতিপাড়ার চিমনাপুর গ্রামের আব্দুল হাকিমের বাড়িতে শিশুটিকে সঙ্গে নিয়ে এসেছিলেন। সেখানে মজিবর নামের একজনের বিয়ের দাওয়াত খেতে এসেছিলেন। ওই বাড়িতে নতুন জলমটর বসানোর জন্য সামান্য পানি ভর্তি গর্ত করে রাখা ছিল।

আজ শুক্রবার দুপুরে ওই গর্তের পানিতে পড়ে যায় শিশু সায়েম। স্বজনরা ডুবন্ত সায়েমকে দেখতে পেয়ে পানি থেকে তুলে দ্রুত বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. রেজাউল করিম শিশুটিকে মৃত ঘোষনা করেন।