ভারতীয় টেলিভিশন চ্যানেল জি-বাংলার রিয়েলিটি শো ‘সারেগামাপা’র সুবাদে দুই বাংলার দর্শক-শ্রোতাদের মন জয় করে নিয়েছেন ঢাকার ছেলে মাইনুল আহসান নোবেল। নতুন খবর হলো, ঢাকার ছবিতে এবার গান গাইতে যাচ্ছেন জনপ্রিয় এই গায়ক। সিয়াম-পূজা অভিনীত ‘শান’ ছবির টাইটেল গানে কণ্ঠ দেবেন তিনি। তবে গানটির কথা, সুর-সংগীত কার তা এখনই বলতে নারাজ নোবেল।
তিনি জানান, এখনই জানাতে চাই না গানটির কথা, সুর-সংগীত কে করছেন। সময় হলে সব জানাবো। খুব শিগগির এটি রেকর্ড করা হবে। এছাড়াও আরও কিছু ছবিতে গান গাওয়ার কথা চলছে।
‘শান’ ছবির মাধ্যমে ঢাকার ছবিতে নোবেলের প্রথম প্লেব্যাক হলেও এর আগে তিনি গেয়েছেন কলকাতায় সৃজিত মুখার্জির ‘ভিঞ্চি দা’ ছবিতে। এর কথা, সুর-সংগীত করেছেন কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়।
এদিকে, সিয়াম-পূজা জুটিকে নিয়ে ‘শান’ ছবিটি নির্মাণ করছেন এম রাহিম। অ্যাকশন, থ্রিলার, রোমান্টিক ধাঁচের এই ছবিতে আরও অভিনয় করছেন তাসকিন রহমান। কুইক মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘শান’ পরিবেশনা করবে জাজ মাল্টিমিডিয়া।