advertisement
advertisement
advertisement

হুইলচেয়ার স্পোর্টস টুর্নামেন্ট ২০২০ আয়োজিত

ক্রীড়া ডেস্ক
৩ অক্টোবর ২০২০ ১২:০০ এএম | আপডেট: ২ অক্টোবর ২০২০ ১১:১৪ পিএম
advertisement

বাংলাদেশ হুইলচেয়ার স্পোর্টস ফাউন্ডেশন ঢাকার ওয়ারীর সিলভারডেল প্রিপারেটরি অ্যান্ড গার্লস হাই স্কুলের মাঠে পরশু হুইলচেয়ার স্পোর্টস টুর্নামেন্ট ২০২০-এর আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. আমিনুর রহমান সুলতান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. সাইদুর রহমান সরকার (প্রধান শিক্ষক, সিলভারডেল প্রিপারেটরি অ্যান্ড গার্লস হাই স্কুল) এবং সামা আফরোজ (সিলভারডেল প্রিপারেটরি স্কুলের প্রধান শিক্ষক) প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. আশিকুর রহমান। টুর্নামেন্টে তিনটি স্পোর্টস ইভেন্ট যথাক্রমে হুইলচেয়ার রেস, হুইলচেয়ার ডার্টস এবং হুইলচেয়ার ক্যারমের আয়োজন করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে টুর্নামেন্টের তিনটি ইভেন্টে বিভিন্ন জেলার ১০ জন হুইলচেয়ার খেলোয়াড় অংশ নিয়েছিলেন। হুইলচেয়ার রেসে চ্যাম্পিয়ন হন মো. আবু রায়হান, প্রথম রানারআপ হন মো. রাজন হোসেন এবং দ্বিতীয় রানারআপ হন মো. তানজিমুল ইসলাম তারেক। দ্বিতীয় ইভেন্ট হুইলচেয়ার ডার্টসে চ্যাম্পিয়ন হন মো. আবু রায়হান এবং রানারআপ হন মো. তানজিমুল ইসলাম তারেক। তৃতীয় ইভেন্ট হুইলচেয়ার ক্যারমে চ্যাম্পিয়ন হন খন্দকার মঈন উদ্দিন এবং রানারআপ হন মো. রাজন হোসেন। এ ছাড়াও প্রত্যেক হুইলচেয়ার অ্যাথলেটকে অংশগ্রহণের জন্য সম্মাননা স্মারক হিসেবে মেডেল দেওয়া হয়। টুর্নামেন্ট প্রসঙ্গে নূর নাহিয়ান বলেন, “আমরা আমাদের আনুষ্ঠানিক যাত্রার সময় ঘোষণা দিয়েছিলাম যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে আমরা ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হুইলচেয়ার স্পোর্টস চ্যাম্পিয়নশিপ’-এর আয়োজন করব।”

advertisement

advertisement