করোনাভাইরাস শুধু স্বাস্থ্য ঝুঁকির কারণ নয়, এর প্রভাবে গোটা বিশ্বের অর্থনীতিই আজ মহামন্দের মুখে। ইতিমধ্যে বাংলাদেশের অর্থনীতিও বহুমুখী সংকটের সম্মুখীন। কর্মসংস্থানেও পড়েছে নেতিবাচক প্রভাব। শিল্প কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর আয় কমে গেছে। ক্ষতির পরিমাণ সামলাতে না পেরে বন্ধ করে দিতে হয়েছে কার্যক্রমও।
ফলে লাখো কর্মজীবী মানুষ বেকার হয়ে গেছেন। হাজারো মানুষ ঢাকা ছেড়ে গ্রামে চলে যেতে বাধ্য হয়েছেন। এখনো যারা চাকরিতে বহাল আছেন তারা অনেকেই সময় মতো বেতন পাচ্ছেন না। সময় মতো বেতন না পাওয়ার কারণে এই চাকরিজীবী মানুষগুলো নানারকম সমস্যার সম্মুখীন হচ্ছেন। তারা সময়মতো বাড়িভাড়া দিতে পারছেন না, সন্তানের স্কুলের বেতন দিতে পারছেন না।
শুধু তাই নয়,বাবা-মায়ের ওষুধের খরচ, মুদি দোকানের বকেয়াসহ দৈনন্দিন কোন চাহিদাই সময়মতো পূরণ করতে পারছেন না। সময়মতো বেতন না পাওয়ার সমস্যাটা বাড়িওয়ালা, স্কুল কর্তৃপক্ষ, মুদি দোকানদার কেউই বুঝতে চাচ্ছেন না। আর এ কারণে এই চাকরিজীবী মানুষগুলোকে জীবনের প্রতি পদে পদে ছোট হতে হচ্ছে।
কিন্তু এখন থেকে সময় মতো বেতন না পাওয়ার সমস্যা আর থাকবে না। চাকরিজীবীরা বেতন তুলতে পারবেন যখন ইচ্ছে তখন! কি অবাক হচ্ছেন? অবাক করা ঘটনা হলেও বাংলাদেশে এই প্রথম ‘ইনস্ট্যান্ট স্যালারিস’ দিচ্ছে এই বিশেষ সুবিধা। আপনি যদি চাকরিজীবী হন তবে ‘ইনস্ট্যান্ট স্যালারিস’ এর মাধ্যমে নিজের বেতন তুলতে পারবেন মাসের শুরুতে কিংবা যখন ইচ্ছে তখন।
‘ইনস্ট্যান্ট স্যালারিস’ আলেশা হোল্ডিংস লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান আলেশা সলিউশন্স-এর একটি প্রকল্প। এটি সম্পূর্ণ সুদহীন ও ঝামেলামুক্ত। শুধু মাসিক ৩০০ টাকা মেইনটেন্যান্স ফির মাধ্যমে আপনি এই সুবিধা উপভোগ করতে পারবেন ৩০ দিন পর্যন্ত। অর্থাৎ ‘ইনস্ট্যান্ট স্যালারিস’ থেকে টাকা তোলার পর বেতনের টাকার মাধ্যমে সেই টাকা এক মাসের মধ্যে পরিশোধ করলেই চলবে।
ইনস্ট্যান্ট স্যালারি জন্য আবেদন করার প্রক্রিয়াটিও খুব সহজ। পুরো প্রক্রিয়াটি ‘ইনস্ট্যান্ট স্যালারিস’ এর ওয়েবসাইটে গিয়ে আপনি অনলাইনেই সম্পন্ন করতে পারবেন। এ জন্য প্রয়োজন ন্যশনাল আইডি ও পাসপোর্ট সাইজের ছবির সফট কপি। আর সেইসাথে চাকরি সংক্রান্ত তথ্য নিশ্চিত করার জন্য দুইজন সহকর্মীর স্বীকারোক্তিপত্র।
করোনাকালীন এই দুঃসময়ে চাকরিজীবীদের জন্য এতো বড় সুযোগ তৈরি করে দেওয়ায় এর সুফলভোগীর ‘ইনস্ট্যান্ট স্যালারিস’ কর্তৃপক্ষের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আর বিস্তারিত জানতে ব্রাউজ করুন ‘ইনস্ট্যান্ট স্যালারিস’ এর ওয়েবসাইট www.instantsalaries.com এ।