advertisement
advertisement
advertisement

বিলসের প্রতিবেদন
দেশে ফেরা প্রবাসী নারী শ্রমিকদের ৬০ শতাংশই কর্মহীন

নিজস্ব প্রতিবেদক
২৮ সেপ্টেম্বর ২০২১ ১২:০০ এএম | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২১ ০১:৪৫ এএম
advertisement

করোনা মহামারীর কারণে দেশে ফিরে আসা প্রবাসী নারী শ্রমিকের ৬০ শতাংশই বর্তমানে কর্মহীন। এ ছাড়া আর্থ-সামাজিক অবস্থার অবনতি হয়েছে প্রতি তিন নারীর একজনের। গতকাল সোমবার বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সংস্থাটি দেশের তিনটি জেলার ১২ উপজেলার তথ্য প্রতিবেদনে অন্তর্ভুক্ত করেছে। গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত যশোর, ফরিদপুর ও চট্টগ্রামের চারটি করে উপজেলায় এ গবেষণা চালানো হয়।

advertisement

বিলসের উপপরিচালক মনিরুল ইসলাম বলেন, ‘দেশে ফিরে আসা প্রবাসী নারী শ্রমিকদের যদিও কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। এর পরও দেখা গেছে, প্রতি মাসে দুই থেকে তিনশ নারী শ্রমিক দেশে ফিরে

এসেছেন। গবেষণায় অংশ নেওয়া ৩৮ শতাংশ নারী অভিযোগ করেছেন- বিদেশে যাওয়ার পর তারা শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। অনেক নারী শ্রমিক আবার বিদেশে গিয়ে কারাভোগ করেছেন।

advertisement

সংস্থাটির নির্বাহী পরিষদের সদস্য শাকিল আক্তার চৌধুরী জানিয়েছেন, নারী শ্রমিকদের বিদেশে পাঠানোর আগে যথাযথ তথ্য ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় না। যে কারণে তাদের প্রত্যাশা ও নিয়োগদাতা দেশ থেকে পাওয়া সুবিধার মধ্যে সমন্বয় হয় না।