advertisement
advertisement
advertisement.

অতুলপ্রসাদ সেন-আবু ইসহাক সাহিত্য পুরস্কার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
১৫ নভেম্বর ২০২১ ১১:০৪ পিএম | আপডেট: ১৫ নভেম্বর ২০২১ ১১:০৬ পিএম
আবদুর রব শিকদার (বাঁ থেকে), মাহমুদ শফিক, আব্দুল হালিম বয়াতি, ফনিন্দ্রনাথ রায় ও অধ্যাপক এমএ আজিজ মিয়া
advertisement..

ঢাকাস্থ শরীয়তপুর লেখক পরিষদের ব্যবস্থাপনায় ‘অতুলপ্রসাদ সেন-আবু ইসহাক সাহিত্য পুরস্কার’ ঘোষণা করা হয়েছে গত শনিবার। পাঁচটি ক্যাটাগরিতে এ বছর শরীয়তপুরের জ্যেষ্ঠ ৫ জন লেখক সাহিত্যিককে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। এ ছাড়া আরও ১০ জনকে সম্মাননা দেওয়া হবে।

২০২১ সালের পুরস্কারপ্রাপ্তরা হলেন

advertisement

আঞ্চলিক ইতিহাস রচনায় আবদুর রব শিকদার, উপন্যাসে ফনিন্দ্রনাথ রায়, সার্বিক বিবেচনায় মাহমুদ শফিক, বিজ্ঞান প্রবন্ধে অধ্যাপক এমএ আজিজ মিয়া এবং সংগীতে আব্দুল হালিম বয়াতি (মরণোত্তর)।

এ ছাড়া শরীয়তপুরের ১০ জন জ্যেষ্ঠ লেখক সাহিত্যিককে এ বছর সম্মাননা দেওয়া হবে। শিগগিরই পুরস্কার বিতরণ ও সম্মাননা প্রদানের কাজ সম্পন্ন হবে। জুরিবোর্ডের প্রধান মিজানুর রহমান গ্রামসি ও সদস্য সচিব দেওয়ান আজিজ পুরস্কারপ্রাপ্তদের নাম প্রকাশ করেন।

উল্লেখ্য, শরীয়তপুরের প্রখ্যাত গীতিকার সুরকার অতুলপ্রসাদ সেন ও কৃতি কথাসাহিত্যিক আবু ইসহাকের নামে সংগঠনের পক্ষ থেকে এ পুরস্কার প্রবর্তন করা হয়েছে।